Q: Causes of Origin of Settlements.
প্রশ্নঃ বসতি সৃষ্টির কারণ ।
*****************************
বসতি সৃষ্টির কারণ:
ঠিক কী কারণে বসতির উদ্ভব ঘটেছে তা আমাদের কাছে সুস্পষ্ট নয়। সভ্যতার আদি লগ্নে কৃষিকাজের
আগে মানুষ খাদ্য ও জলের সন্ধানে যাযাবরের মতো ঘুরে বেড়াত। মানুষ কেন এবং কীভাবে স্থায়ী
বসতি তৈরি করল সে প্রসঙ্গে ঐতিহাসিকগণ এবং নৃতত্ত্ববিদগণ নিম্নলিখিত কারণগুলি উল্লেখ
করেছেন।
(a) ধর্মীয় কারণ:
আদিম যাযাবর মানুষের বসবাসের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। মৃত্যুর পরে তাদেরকে মাটিতে
কবর দেওয়া হত। যাযাবর ওইসব মানুষ তাদের পূর্বসূরিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের
জন্য কবরস্থানগুলিতে স্থায়ী পুরোহিত নিয়োগ করত এবং পূজা অর্চনায় স্থান হয়ে উঠল এসব
কবরস্থল। এভাবে এসব জায়গায় মানুষের আকর্ষণের জন্য জনবসতি গড়ে উঠল।
(b) সাংস্কৃতিক কারণ:
পরিবারের পুরুষ সদস্যরা মহিলা ও শিশুদের কোনো নিরাপদ আশ্রয়ে রেখে খাদ্যের সন্ধানে বিভিন্ন
জায়গায় ঘুরে বেড়াত। পুরুষ সদস্যগণ যেসব উপাদান সংগ্রহ করত সেসব ব্যবহার করে মহিলারা
বাড়িতে গৃহ আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ প্রভৃতি নানা ধরনের সরঞ্জাম বানাত। এভাবে ধীরে
ঘরবাড়ি তৈরি হতে লাগল এবং বসতি গড়ে উঠল।
(c) রাজনৈতিক কারণ:
সমাজের শিক্ষক, পুরোহিত, মহিলা, শিশুদের অন্যান্য উপজাতিরা প্রায়ই আক্রমণ করত। ফলে
তাদের রক্ষা করার জন্য সৈন্যরা বসতিতে বাস করত। জমিতে উপজাতিদের অধিকারের জন্য রাজনৈতিক
নেতার দরকার ছিল। আবার ধর্মীয় নেতাদেরও জীবন রক্ষার জন্য প্রতিরক্ষার প্রয়োজন। এজন্য
নিরাপত্তার কারণে চারদিকে প্রাচীর দিয়ে ঘিরে তাদের মাঝে ঘরবাড়ি তৈরি করে বসতি গড়ে ওঠে।
(d) অর্থনৈতিক কারণ:
আদিম জনগোষ্ঠী শিকার এবং আহরণের মাধ্যমে খাদ্যদ্রব্য সংগ্রহ করত। এইসব খাদ্য ধর্মীয়
ও রাজনৈতিক নেতা, মহিলা, শিশু ও সৈন্যরা খেত। কিন্তু দুর্ভিক্ষ, খরা, বন্যা এসব দুর্যোগের
সময় যাতে খাদ্যের ঘাটতি না পড়ে তার জন্য খাদ্য সম্পদ সংরক্ষণের ঘরবাড়ি বা বসতি তৈরি
হল।
(e) জীবিকাগত কারণ:
মানুষ প্রথমদিকে অরণ্য থেকে ফলমূল ও অন্যান্য খাদ্য সম্পদ আহরণ করত। কিন্তু এইসব অরণ্য
অঞ্চলে খাদ্যের জোগানের ঘাটতি দেখা দিল, ধীরে ধীরে কৃষিকাজ শিখল মানুষ। কৃষিক্ষেত্রকে
কেন্দ্র করে বসতি গড়ে উঠল।
(f) প্রাত্যহিক জীবনযাত্রা: ঘরবাড়ি বা বাসগৃহ মানুষের জীবনযাত্রার প্রাণকেন্দ্র, আদিম গুহাবাসী মানুষ থেকে বর্তমান কালের সুউচ্চ অট্টালিকা সবই বসতির অন্তর্গত। বসবাসের জন্য বিভিন্ন সম্পদ সঞ্চয় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার জন্য ঘরবাড়ি একান্ত প্রয়োজন। ফলে মানুষ জমিতে স্থায়ী বসতিবাড়ি বা বসতি গড়ে তুলতে আগ্রহী হল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।