প্রশ্নঃ লোকসংস্কৃতি কাকে বলে?
********************************
§ লোকসংস্কৃতির সংজ্ঞা:
লোকসংস্কৃতিবিদ পল্লব সেনগুপ্ত বলেছেন, “কোনো একটি
জাতির নিজস্ব আচার ও সংস্কার, দেবকল্পনা ও ধর্মবিশ্বাস, রীতি ও নীতিবোধ, খাদ্য ও পরিচ্ছদের
বিশিষ্টতা, শিল্প ও সাহিত্য, সংগীত ও নৃত্যকলা ইত্যাদি অর্থাৎ জীবনধারার সর্ববিধ প্রকাশ
যাতে ব্যাপ্ত হয়ে থাকে, সাধারণভাবে তাকেই আমরা ‘লোকায়ত সংস্কৃতি’ বলে গ্রহণ করতে পারি।”
অধ্যাপক ড. তুষার চট্টোপাধ্যায়-এর মতে, “আর্থ-সামাজিক
জীবন ও সমাজ গঠনের পটভূমিকায় সংস্কৃতির যে বৈচিত্র্যময় বিকাশ তার বিশিষ্টরূপ লোকসংস্কৃতি।”
লোকসংস্কৃতিবিদ সুভাষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “জীবনযাত্রা
প্রণালীর প্রকৃষ্টতম ফলশ্রুতি হচ্ছে লোকসংস্কৃতি।”
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।