Q: Discuss the differences between growth and development.প্রশ্নঃ বৃদ্ধি ও বিকাশ -এর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।

Nil's Niva
0

 

Q: Discuss the differences between growth and development.
প্রশ্নঃ বৃদ্ধি ও বিকাশ -এর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।
*******************************

বৃদ্ধি ও বিকাশ এই দুটি প্রক্রিয়াই প্রতিটি শিশুর জীবনবিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি প্রক্রিয়াই পরস্পর সম্পর্কযুক্ত ও নির্ভরশীল হলেও এদের মধ্যে একাধিক পার্থক্য রয়েছে। নীচে এই পার্থক্যগুলি আলোচনা করা হল-

বিষয়

বৃদ্ধি

বিকাশ

সংজ্ঞা

জীবদেহের আকার ও আয়তন বেড়ে যাওয়াকেই সাধারণত বৃদ্ধি বলা হয়ে থাকে।

আকার ও আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সক্রিয়তা ও কর্মসম্পাদনের উৎকর্ষতাই হল বিকাশ। বিকাশের সাধারণ অর্থ হল পরিবর্তন।

সময়সীমা

মানুষের জীবনে বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে।

বিকাশ হল একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা সমগ্র জীবনব্যাপী চলতে থাকে।

পরিধি

বৃদ্ধি হল বিকাশের একটি অংশমাত্র।

বিকাশের পরিধি বৃহৎ। এককথায় বিকাশ একটি সামগ্রিক ধারণা।

কারণ ও ফল

বৃদ্ধি হল কারণ।

বিকাশ হল তার ফল।

প্রক্রিয়ার স্বরূপ

বৃদ্ধি হল একটি পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া।

বিকাশ হল একপ্রকার পরিমাণগত ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া।

পরিমাপযোগ্যতা

বৃদ্ধি যেহেতু শারীরিক আকার ও আয়তনের সঙ্গে যুক্ত, তাই এটিকে খুব সহজেই পরিমাপ করা যায়।

বিকাশের সমস্ত দিক সহজভাবে পরিমাপ করা সম্ভব নয়।

সীমানা

বৃদ্ধির বিষয়টি কেবলমাত্র দেহ বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ।

বিকাশের ধারণার মধ্যে দৈহিক, মানসিক, সামাজিক প্রাক্ষোভিক ইত্যাদি অসংখ্য দিক অন্তর্ভুক্ত।

নির্ভরতা

বৃদ্ধি হল একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তবে অনুশীলনের প্রভাব দেখা যায়।

পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই যেহেতু বিকাশ ঘটে, তাই ব্যক্তির সক্রিয়তা ও অনুশীলনের ভূমিকা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore