Q: Discuss the differences between growth and development.
প্রশ্নঃ বৃদ্ধি ও বিকাশ -এর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।
*******************************
বৃদ্ধি ও বিকাশ এই দুটি প্রক্রিয়াই প্রতিটি শিশুর জীবনবিকাশের
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি প্রক্রিয়াই পরস্পর সম্পর্কযুক্ত ও
নির্ভরশীল হলেও এদের মধ্যে একাধিক পার্থক্য রয়েছে। নীচে এই পার্থক্যগুলি আলোচনা করা
হল-
বিষয় |
বৃদ্ধি |
বিকাশ |
সংজ্ঞা |
জীবদেহের আকার
ও আয়তন বেড়ে যাওয়াকেই সাধারণত বৃদ্ধি বলা হয়ে থাকে। |
আকার ও আয়তন বৃদ্ধির
সঙ্গে সঙ্গে সক্রিয়তা ও কর্মসম্পাদনের উৎকর্ষতাই হল বিকাশ। বিকাশের সাধারণ অর্থ হল
পরিবর্তন। |
সময়সীমা |
মানুষের
জীবনে বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে। |
বিকাশ
হল একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা সমগ্র জীবনব্যাপী চলতে থাকে। |
পরিধি |
বৃদ্ধি হল বিকাশের
একটি অংশমাত্র। |
বিকাশের পরিধি
বৃহৎ। এককথায় বিকাশ একটি সামগ্রিক ধারণা। |
কারণ ও ফল |
বৃদ্ধি
হল কারণ। |
বিকাশ
হল তার ফল। |
প্রক্রিয়ার
স্বরূপ |
বৃদ্ধি হল একটি
পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। |
বিকাশ হল একপ্রকার
পরিমাণগত ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। |
পরিমাপযোগ্যতা |
বৃদ্ধি
যেহেতু শারীরিক আকার ও আয়তনের সঙ্গে যুক্ত, তাই এটিকে খুব সহজেই পরিমাপ করা যায়। |
বিকাশের
সমস্ত দিক সহজভাবে পরিমাপ করা সম্ভব নয়। |
সীমানা |
বৃদ্ধির বিষয়টি
কেবলমাত্র দেহ বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ। |
বিকাশের ধারণার
মধ্যে দৈহিক, মানসিক, সামাজিক প্রাক্ষোভিক ইত্যাদি অসংখ্য দিক অন্তর্ভুক্ত। |
নির্ভরতা |
বৃদ্ধি
হল একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। |
পরিবেশের
সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই যেহেতু বিকাশ ঘটে, তাই ব্যক্তির সক্রিয়তা ও অনুশীলনের ভূমিকা।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। |
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।