Q: Explain the relation between Technology in education and Technology of Education.
প্রশ্নঃ শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা ও শিক্ষাবিজ্ঞানের
প্রযুক্তিকরণ এর মধ্যে সম্পর্ক লেখো।
§ শিক্ষাবিজ্ঞানে
প্রযুক্তিবিদ্যা ও শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিকরণ এর মধ্যে সম্পর্কঃ-
শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান
দুটি ধারণার সমন্বয়ে গঠিত— 1. শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা
2. শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিকরণ
1. শিক্ষাবিজ্ঞানে
প্রযুক্তিবিদ্যাঃ শিক্ষার উদ্দেশ্য পূরণে প্রযুক্তির ব্যবহার হয়—যার মধ্যে আছে শিক্ষণ-শিখন
প্রক্রিয়া ও প্রশিক্ষণে ব্যবহৃত বিভিন্ন যান্ত্রিক, ইলেকট্রনিক, ইলেকট্রিক যন্ত্রপাতি
বা গ্যাজেট। এ ছাড়া শিখন সহায়ক উপকরণ যা শিক্ষা-প্রযুক্তিবিদ্যার অঙ্গ। শিক্ষাবিজ্ঞানে
প্রযুক্তি-বিদ্যার সহায়ক যান্ত্রিক কৌশলগুলি শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে সহায়তা করে
মাত্র। যেমন, দর্শন ও শ্রবণ সহায়ক শিক্ষা উপকরণ—ফিল্ম, ওভারহেড প্রোজেকটর,
বেতার, টেপরেকর্ডার, টিভি, কম্পিউটার ইত্যাদি।
2. শিক্ষাবিজ্ঞানের
প্রযুক্তিবিজ্ঞানঃ শিক্ষার উদ্দেশ্য পূরণে আচরণমূলক বিজ্ঞানের বৈজ্ঞানিক
নীতিগুলির শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় ব্যাবহারিক দিকসমূহ হিসেবে বিবেচিত হয় শিক্ষাবিজ্ঞানের
প্রযুক্তিবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিজ্ঞান প্রোগ্রাম শিখনের তত্ত্বগুলি সরাসরি
প্রয়োগ করা হয়। প্রোগ্রাম পদ্ধতির উপর ভিত্তি করে উদ্ভব হয়েছে শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিজ্ঞান।
তাই শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয়-
1. শিক্ষণ পরিকল্পনা।
2. শিক্ষণ-শিখন প্রক্রিয়াটিকে
আচরণগত উদ্দেশ্য অনুযায়ী বিশ্লেষণ করা।
3. শিক্ষণ-শিখন প্রক্রিয়ার
লক্ষ্যগুলির কার্যকর বাস্তবায়নের জন্য বিভিন্ন রকম পদ্ধতি, কৌশল, স্ট্র্যাটেজি এবং
শিক্ষার গঠনকাঠামো নির্ধারণ করা।
4. যথোপযুক্ত শিক্ষণ স্ট্র্যাটেজি
সমূহ ও শিখন মাধ্যমগুলি নির্বাচন করা।
সুতরাং শিক্ষা-প্রযুক্তিবিজ্ঞানকে
প্রাথমিকভাবে দুটি ব্যাখ্যার সমন্বয় বলে মনে করা হয়—শিক্ষাবিজ্ঞান প্রযুক্তির
প্রয়োগ এবং শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিকরণ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।