প্রশ্নঃ টীকা লেখোঃ প্রধান ও উপপ্রধান।
প্রধান ও উপপ্রধান
প্রতিটি গ্রাম পণায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক (Block Development Officer—
BDO)। এই সভায় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নিজেদের
মধ্যে থেকে একজনকে প্রধান এবং অন্য একজনকে উপপ্রধান পদে নির্বাচন করেন। [১] মৃত্যু,
[২] পদত্যাগ, [৩] পদচ্যুতি, অর্থাৎ অপসারণ প্রভৃতি কারণে প্রধান ও উপপ্রধানের পদ শূন্য
হতে পারে। তা ছাড়া, ছুটি, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে প্রধান কিংবা উপপ্রধান কার্য
সম্পাদন করতে না-পারলে সাময়িকভাবে তাঁদের পদ শূন্য থাকে। সাময়িকভাবে প্রধান কার্য
সম্পাদন করতে না-পারলে উপপ্রধান সেইসব কার্য সম্পাদন করতে সক্ষম। কিন্তু উভয়েই না-পারলে
গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা তাঁদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং অন্য একজনকে
উপপ্রধান হিসেবে নির্বাচন করবেন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই
আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
মাসে ২০টাকা বেতনে পড়াশুনা করতে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।