প্রশ্নঃ টীকা লেখোঃ এশিয়াটিক সোসাইটি।
§ এশিয়াটিক সোসাইটি :
১৭৮৪ সালে ১৫ই জানুয়ারি
স্যার উইলিয়াম জোন্স-এর দ্বারা স্থাপিত হয়। প্রাচ্য সম্পর্কিত গবেষণার জন্য কলকাতা
সুপ্রীমকোর্টে জর্জ স্যার জোন্স একটি সংস্থার কথা চিন্তা করে তারই ফলশ্রুতি এশিয়াটিক
সোসাইটির জন্ম। জন্মের সময় এই সংস্থার নাম ছিল 'Asiatick Society' ১৮২৫ সালে
Asiatick-এর 'K' বাদ দিয়ে নাম হয় 'Asiatic Society' এরপর ১৮৩২ সালে নাম হয় “The
Asiatic Society of Bengal' এবং পুনরায় প্রায় ১০০ বছর পর এর নাম পরিবর্তন করে করা
হয় “The Royal Asiatic Society of Bengal' এবং সবশেষে ১৯৫১ সালে বর্তমান নাম
'Asiatic Society' রাখা হয়। সোসাইটির একটি প্রধান কাজ ছিল ভারতের পুরানো পান্ডুলিপি
সংগ্রহ করা। প্রচুর সংস্কৃত পান্ডুলিপি সোসাইটিতে রয়েছে।
বর্তমানে সোসাইটির
গ্রন্থাগারে পৃথিবীর বিভিন্ন ভাষার প্রায় ১১৭,০০০ বই এবং ৭৯,০০০ পত্রিকা রয়েছে। ৪৭,০০০
পান্ডুলিপির দুষ্প্রাপ্য সংগ্রহ সোসাইটির গর্ব। ভারতের সংগ্রহশালার ইতিহাসে সোসাইটি
একটি উজ্জ্বল নাম। বলা যেতে পারে ভারতের সংগ এহশালার জন্মস্থান হলো এশিয়াটিক সোসাইটি।
১৮১৪ সালে ড. নাথনিয়েল ওয়ালিচের উদ্যোগে এয়িাটিক সোসাইটি তার অমূল্য সংগ্রহ সুরক্ষিত
রাখার জন্য একটি আলাদা সংগ্রহশালা গড়ে তোলে। সেই সংগ্রহশালা অর্থাৎ ভারতীয় জাদুঘর
ভারতের প্রথম সংগ্রহশালা হয় ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।