প্রশ্নঃ টোটেম বলতে কী বোঝ?
টোটেম হল কুলচিহ্ন। নৃতত্ত্ববিদদের
মতে বিশ্বের সব নরগোষ্ঠীকেই ক্রমবিবর্তনের ধারায় অনেকগুলি স্তর অতিক্রম করে আসতে হয়েছে।
টোটেম হল সকল মানবগোষ্ঠীর নিজ নিজ প্রাথমিক পর্যায়। উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার
আদিবাসীদের মধ্যে টোটেম স্তরের সন্ধান পাওয়া যায়।
উইলিয়ম ক্রুক অবতারদের টোটেম
হিসেবে চিহ্নিত করেছেন। তিনি হিন্দু দেবতাদের বাহনকেও টোটেম বলেছেন। তিনি মনে করেন,
ব্রহ্মার বাহন হংস, শিবের বৃষ, কার্তিকেয়র ময়ূর ইত্যাদি টোটেমবাদকেই সমর্থন করে।
ভারতে টোটেম সংস্কার এখনও টিকে আছে। ভারতের সাঁওতালরা টোটেমবাদী। তাদের গাছ-গাছড়া,
জীব-জন্তু ইত্যাদি পর্যন্ত টোটেম নামে চিহ্নিত হয়ে থাকে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।