Q. What was the Causes of China’s defeat in the battle of Afing?
§ আফিং যুদ্ধে চীনের পরাজয়ের কারণঃ
প্রথম ইঙ্গ-চীন
যুদ্ধ ছিল এশিয়াতে ইংরেজদের প্রথম সাম্রাজ্যবাদী যুদ্ধ। কারণ ব্রিটিশ সরকার ১৮৪০ সালের
এপ্রিল মাসে চীনাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল। এই যুদ্ধে ব্রিটিশ শক্তি
জয়লাভ করেছিল এবং চীনারা পরাজিত হয়েছিল। চীনাদের পরাজয়ে কোনো রহস্য ছিল না। বরং
তাদের পরাজয় ছিল অনিবার্য। চীনাদের পরাজয়ের পিছনে যে কারণগুলিকে উল্লেখ করতে হয়
সেগুলি হল—
১. চীন নিজেকে খুবই শক্তিশালী
বলে মনে করত। তাদের ধারণা ছিল তাদের সাম্রাজ্য স্বর্গীয় এবং তারা অপরাজেয়। প্রতিপক্ষ
ব্রিটিশ শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। চীনারা ভেবেছিল বিদেশি শক্তিকে তারা
হেলায় হারাবে। তাদের এই আত্মবিশ্বাস ও অন্ধ ধারণা তাদের পরাজয়ের অন্যতম কারণ।
২. ঐতিহাসিক ফেয়ারব্যাঙ্ক
আফিং যুদ্ধে চীনাদের পরাজয়ের কারণ হিসাবে সামরিক বাহিনীর দুর্বলতাকে বেশি গুরুত্ব
দিয়েছেন। চীনের সামরিক সংগঠন ছিল দুর্বল।
৩. চীনাদের দক্ষ নৌবহরের
অভাব ছিল। ভারতের মোঘল শাসকদের মতো মাঞ্চুরাও নৌবহরকে বেশি গুরুত্ব দেয়নি। মাঞ্চুরা
ছিল উত্তর চীনের লোক। নদী বা সমুদ্রের সঙ্গে তাদের তেমন পরিচয় ছিল না। সে জন্য তারা
নৌবহর গঠনে তেমন উৎসাহী ছিল না।
৪. মাঞ্চু গোলন্দাজ বাহিনীও
শক্তিশালী ছিল না। কামানগুলো ছিল পুরোনো। সবদিক দিয়ে তাদের দ্রুত ঘোরানো যেত না। এগুলো
ছিল অকেজো। পক্ষান্তরে ব্রিটিশ বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত। ব্রিটিশ মর্টার,
মাস্কেটস্ এবং কারহিনকে চীনা সেনারা তীর, ধনুক বা বর্শা দিয়ে মোকাবিলা করতে পারেনি।
তাই তাদের পরাজয় ছিল সুনিশ্চিত।
৫. চীনাদের মধ্যযুগীয় মানসিকতাও
তাদের পরাজয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মাঞ্চু শাসকগোষ্ঠী মধ্যযুগীয়
ধ্যানধারণায় আবদ্ধ ছিল। তাদের ধারণা ছিল ইংরেজ সেনারা রাত্রিবেলায় ভালো দেখতে পায়
না। ইংরেজ সেনাদের পা কাপড় দিয়ে বাঁধা থাকার জন্য তারা ভালো যুদ্ধ করতে পারে না।
তাদের পায়ে আঘাত করলে পরাস্ত হবে। এই ধরনের অবৈজ্ঞানিক, অবাস্তব মানসিকতার জন্য তাদের
পরাজয় অনিবার্য হয়ে পড়েছিল।
৬. চীনাদের পরাজয়ের পিছনে
মূল কারণ ছিল ব্রিটিশদের সহজাত জেতার নেশা। চীনের পার্শ্ববর্তী বিশাল দেশ ভারতকে তারা
ইতিমধ্যে পরাস্ত করে তাদের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করেছিল। ভারত থেকে শিক্ষা নেওয়ার
কোনো অভিপ্রয়াস চীনাদের ছিল না। ব্রিটিশ সরকারের মদতপুষ্ট আধুনিক যুদ্ধবিদ্যায় পারঙ্গম
ব্রিটিশ সেনারা খুব সহজেই চীনাদের পরাজিত করেছিল।
৭. চীনা সরকারের কৌশলগত ভুলও
এই যুদ্ধের ভাগ্যকে স্থির করেছিল। লিন সে-সুর মতো দক্ষ দেশপ্রেমিক অফিসার প্রথম ব্রিটিশদের
চরম শিক্ষা দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তাঁকে
বরখাস্ত করা হয়েছিল। সরকারের এই সিদ্ধান্ত ব্রিটিশদের পক্ষে মঙ্গলজনক হয়েছিল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।