উপসর্গ ও অনুসর্গ বলতে কী বোঝ? অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি?

Nil's Niva
0

 প্রশ্নঃউপসর্গ ও অনুসর্গ বলতে কী বোঝ? অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি?                

                                                                                              প্রশ্ন মানঃ৬

§  উপসর্গঃ

যেসব অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে।যেমনঃ প্র+বাদ= প্রবাদ, অপ+কার=অপকার, অধি+কার=অধিকার, আ+কার=আকার ইত্যাদি।

§  অনুসর্গঃ

যে সকল অব্যয়পদ বিশেষ্য বা সর্বনামের পরে কখনো স্বাধীনভাবে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাদেরকে অনুসর্গ বলে। যেমন: ‘স্বপ্ন দিয়ে তৈরি যে দেশ’— এই বাক্যে ‘দিয়ে একটি অনুসর্গ।

§  অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্যঃ

অনুসর্গ

উপসর্গ

১.অনুসর্গ শব্দের পরে বসে।

১.উপসর্গ ধাতু ও শব্দের পূর্বে বসে।

২.অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।

২.উপসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হতে পারে না।

৩.অনুসর্গ কখনও কখনও স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়।

৩.উপসর্গ স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না।

৪.অনুসর্গ অব্যয় জাতীয় শব্দ।

৪.উপসর্গ অব্যয়সূচক শব্দাংশ।

৫.অনুসর্গ শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটায় না।

৫.উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায়।

৬.অনুসর্গের নতুন শব্দ গঠনের ক্ষমতা নেই।

৬.উপসর্গের নতুন শব্দ গঠনের ক্ষমতা আছে।

৭.অনুসর্গের নিজস্ব অর্থ আছে।

৭.উপসর্গের নিজস্ব অর্থ নেই।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমার উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore