প্রশ্নঃউপসর্গ ও অনুসর্গ বলতে কী বোঝ? অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি?
প্রশ্ন মানঃ৬
§ উপসর্গঃ
যেসব
অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ
বলে।যেমনঃ প্র+বাদ= প্রবাদ, অপ+কার=অপকার, অধি+কার=অধিকার, আ+কার=আকার ইত্যাদি।
§ অনুসর্গঃ
যে
সকল অব্যয়পদ বিশেষ্য বা সর্বনামের পরে কখনো স্বাধীনভাবে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায়
বাক্যে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাদেরকে অনুসর্গ বলে। যেমন: ‘স্বপ্ন
দিয়ে তৈরি যে দেশ’— এই বাক্যে ‘দিয়ে’
একটি অনুসর্গ।
§ অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্যঃ
অনুসর্গ |
উপসর্গ |
১.অনুসর্গ
শব্দের পরে বসে। |
১.উপসর্গ
ধাতু ও শব্দের পূর্বে বসে। |
২.অনুসর্গ
বিভক্তিরূপে ব্যবহৃত হয়। |
২.উপসর্গ
বিভক্তিরূপে ব্যবহৃত হতে পারে না। |
৩.অনুসর্গ
কখনও কখনও স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়। |
৩.উপসর্গ
স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। |
৪.অনুসর্গ
অব্যয় জাতীয় শব্দ। |
৪.উপসর্গ
অব্যয়সূচক শব্দাংশ। |
৫.অনুসর্গ
শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটায় না। |
৫.উপসর্গ
শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। |
৬.অনুসর্গের
নতুন শব্দ গঠনের ক্ষমতা নেই। |
৬.উপসর্গের
নতুন শব্দ গঠনের ক্ষমতা আছে। |
৭.অনুসর্গের
নিজস্ব অর্থ আছে। |
৭.উপসর্গের
নিজস্ব অর্থ নেই। |
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমার উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের
প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।