প্রশ্নঃ বক্রোক্তি
অলংকার কাকে বলে?এই অলংকার কয় প্রকার ও কী কী?
প্রশ্ন মানঃ৬
§ বক্রোক্তি:
বক্রোক্তি কথার অর্থ বাঁকা কথা।
সোজাসুজি কোন কথা না বলে প্রশ্ন বা স্বরবিকৃতির দ্বারা বাঁকা ভাবে বলায় যে অলঙ্কারের
সৃষ্টি হয় তার নাম বক্রোক্তি। বক্তা তাঁর বক্তব্যে কি কথা কি ভাবে বলতে চান তা সঠিক
ভাবে জেনেও শ্রোতা অনেক সময় ইচ্ছে করে তাকে একটু বাঁকিয়ে ও ভিন্ন অর্থে গ্রহণ করলে
তা বক্রোক্তি অলঙ্কার হয়।
উদাহরণ:
‘কে
বলে কাব্যের ফুকে এ-পৃথিবী নিরাময় হয়, হতে পারে’।
§ শ্রেণিবিভাগ:
বক্রোক্তি দুই প্রকারের-
১.শ্লেষবক্রোক্তি ও ২.কাকু-বক্রোক্তি।
১.শ্লেষ বক্রোক্তি :
একই শব্দে নানা অর্থ গ্রহণ
করে উক্তি প্রত্যুক্তির মাধ্যমে যে বক্রোক্তি অলংকার হয় তাকে শ্লেষ বক্রোক্তি অলংকার
বলে ।
উদাহরণ:
বক্তা : আপনার কপালে রাজদণ্ড
আছে।
শ্রোতা : নিশ্চয়, আইন অমান্য
করে ছ'মাস খেটেছি এখন সশস্ত্র বিপ্লবে না হয় বছর কত খাটবো।
আলোচ্য উদাহরণে বক্তার উক্তির মধ্যে 'রাজদণ্ড'
কথাটি শ্লেষাত্মক।যার দুটি অর্থ হলো- ক) রাজার শাসনদণ্ড হাতে পাওয়া বা রাজা হওয়া।খ)
রাজশাস্তি বা গুরুতর শাশাস্তি।বক্তা এখানে প্রথম আলো অর্থ ধরে নিয়ে বক্তব্য রাখলেও
শ্রোতা দ্বিতীয় অর্থটি ধরে নিয়ে উত্তর দিয়েছে।তাই এটি শ্লেষ বক্রোক্তি অলংকার ।
২.কাকু বক্রোক্তি :
কাকু মানে স্বরভঙ্গি।কন্ঠধ্বনির
বিশেষ ভঙ্গির ফলে বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে কিংবা নিষেধমূলক বাক্য বিধিমূলক
বাক্যে যদি পর্যবসিত হয় তবে কাকু বক্রোক্তি অলংকার বলে।
উদাহরণ :-
স্বাধীনতা
হীনতায় কে বাঁচিতে চাইহে কে বাঁচিতে চাই।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
7076398606
6295916282
CEO-Nitish Paul
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।