ম্যারি ওলস্টোনক্রাফট কে ছিলেন?

Nil's Niva
0

 

প্রশ্নঃ ম্যারি ওলস্টোনক্রাফট  কে ছিলেন?

                অথবা

টীকা লেখোঃ ম্যারি ওলস্টোনক্রাফট।(Marry Wollstonecraft)                                                                 

                                                                                                                 প্রশ্ন মানঃ৩

§   ম্যারি ওলস্টোনক্রাফট:

                                 অষ্টাদশ শতাব্দীর শেষের দিক থেকে ইউরোপের মানবতাবাদের লিঙ্গবৈষম্যের দিকটিকে নারীবাদিরা তুলে ধরেছেন।এই ক্ষেত্রে নারীবাদী  ম্যারি ওলস্টোনক্রাফট-এর ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালে তাঁর লেখা “A Vindication of the Rights of Women” গ্রন্থটি আজও মানবীবিদ্যা চর্চার পাঠ্যপুস্তক।তিনিই প্রথম নারীবাদী তাত্ত্বিক,যিনি অষ্টাদশ শতাব্দীর মানবতাবাদী ভাবনার লিঙ্গবৈষম্যের দিকটি তুলে ধরেছেন। বলা যায় উদারনৈতিক নারীবাদীতত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ম্যারি ওলস্টোনক্রাফট-এর ভাবনার মাধ্যমে।

ম্যারি ওলস্টোনক্রাফট তাঁর “A Vindication of the Rights of Women” গ্রন্থটি লিখেছেন ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে।অষ্টাদশ শতাব্দীর ইউরোপে মানবতাবাদ, স্বাধীনতা ও সাম্যের যে বাণী ধ্বনিত হয়েছিল ম্যারি ওলস্টোনক্রাফট তাঁর দ্বারা প্রভাবিত হয়েছিল। রুশোর সাম্যতত্ত্বের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। নারীবাদী তত্ত্বে তাঁর সবথেকে বড়ো অবদান হল-তিনি নারী ও পুরুষ গুনাবলির সমন্বয় সাধনের কথা বলেছেন।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

7076398606

6295916282

CEO-Nitish Paul

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore