CBCS GE Bengali Suggestion//NBU//2022

Nil's Niva
0

 



CBCS GE Bengali Suggestion

North Bengal University

Gyan Jyoti Coaching Centre

প্রশ্ন মানঃ৩

১. ভাষা কাকে বলে?ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো।

২.উপভাষা কাকে বলে?উপভাষার দুটি বৈশিষ্ট্য লেখো।

৩.ভাষা ও উপভাষার তিনটি পার্থ্যক্য লেখো।

৪.টীকা লেখোঃ লোকনিরুক্তি।

৫.টীকা লেখোঃ দ্বিমাত্রিকতা।

৬.মিশ্রন কাকে বলে?উদাহরন দাও।

৭.অপিনিনিতি কাকে বলে?উদাহরন দাও।

৮.সংকর শব্দ বলতে কী বোঝ?

৯.নাসিক্যীভবন কাকে বলে?

১০.বর্নবিপর্যয় কাকে বলে?

১১.ফোর্ট উইলিয়ম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

১২.ফোর্ট উইলিয়ম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?এই কলেজের সঙ্গে যুক্ত দুজন গদ্য রচয়িতার নাম লেখো।

১৩. বিপ্রকর্ষ কাকে বলে?উদাহরন দাও।

১৪.কত খ্রিষ্টাব্দে কোন গ্রন্থের অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার পান?

১৫. “পথের পাঁচালী” কবে কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয়?

১৬. “একেই কী বলে সভ্যতা”-কার রচনা এটি কোন্‌ শ্রেণীর নাটক?

১৭.বাংলা গীতিকবিতার ক্ষেত্রে “ভোরের পাখি” কে কাকে বলেছেন?তাঁর দুটি কাব্যের নাম লেখো।

১৮.বাংলা উপন্যাসে বন্দ্যোপাধ্যায় ত্রয়ী কারা? তাদের একটি করে উপন্যাসের নাম লেখো।

১৯.বিজন ভট্টাচার্য কোন নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?তাঁর দুটি নাটকের নাম লাখো।

২০.বীরবল কার ছদ্মনাম? তিনি কত খ্রিষ্টাব্দে কোন পত্রিকার সম্পাদনা করেছিলেন?

২১. “জনা”, “মেবার পতন”, “নবান্ন”-এই নাটকগুলির রচনাকাল ও রচয়িতার নাম লেখো।

২২.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় মোট কয়টি উপন্যাস লিখেছেন?তাঁর রচিত চারটি উপন্যাসের নাম লেখো।

২৩.মধুসূদন দত্তের “মেঘনাথবধ কাব্য”, “বীরাঙ্গনা কাব্য” এবং “চতুর্দশপদী কবিতাবলি”-রচনাগুলী কী ধরনের কাব্য ও এগুলির রচনাকাল উল্লেখ করো।

২৪.ঈশ্বরচন্দ্র তাঁর “বেতাল পঞ্চবিংশতি”, সীতার বনবাস” ও “ভ্রান্তবিলাস”-গ্রন্থগুলি কোন্‌ কোন্‌ গ্রন্থ অনুসরনে রচনা করেন?

২৫. “প্রফুল্ল” কার রচিত? এটি কোন শ্রেণীর নাটক?নাটকটির নায়ক চড়িত্রের নাম কী?

প্রশ্ন মানঃ৬

১.বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো।

অথবা

শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়?এই মিশন প্রতিষ্ঠায় দুজন মিশনারির নাম লেখো।বাংলা গদ্যের বিকাশে এই মিশনের অবদান কতখানি?

২. “যুগসন্ধিক্ষনের কবি” হিসাবে কে পরিচিত?তাঁর কবি প্রতিভা আলোচনা করো।(ঈশ্বর গুপ্ত)।

৩. “ভোরের পাখি” নামে কে পরিচিত?তাঁর কবি প্রতিভা আলোচনা করো।(বিহারীলাল চক্রবর্তী)।

৪. বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো।

৫.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প সম্পর্কে আলোচনা করো।

৬.বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো।

৭.শ্রেণীবিভাগসহ স্বরসংগতি সম্পর্কে আলোচনা করো।

৮.সমীভবন কাকে বলে? শ্রেণীবিভাগ সহ আলোচনা করো।

৯.টীকা লেখোঃ (ক)দুর্গেশনন্দিনী (খ)পল্লিসমাজ (গ)গোরা (ঘ) পদ্মানদীর মাঝি।

১০.টীকা লেখোঃ (ক) মেঘনাদবদ কাব্য (খ)চোখের বালি (গ)সধবার একাদশী।

১১.বাংলা নাটকে রামনারায়ন তর্করত্নের অবদান আলোচনা করো।

১২.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো।

১২নাম্বারের প্রশ্ন

১.ফোর্ট উইলিয়ম কলেজ কে,কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন? বাংলা গদ্যের বিকাশে এই কলেজের অবদান আলোচনা করো।

২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে “বাংলা গদ্যের জনক” বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো।

৩. বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো।

৪.বাংলা নাটোকে গিরীশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো।

৫.ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো।

৬.রবীন্দ্র উপন্যাসের কালানুক্রমিক ও বিষয়ভিত্তিক আলোচনা করো।

৭.বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির শ্রেনীবিভাগ করে ইতিহাস আশ্রিত উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

৮.উপভাষা কাকে বলে? বাংলা ভাষার কটি উপভাষা ও কী কী? যে কোনো একটি উপভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরন  সহ আলোচনা করো।

৯.রেখাচিত্র সহ বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস বর্ননা করো।

১০.নিম্নলিখিত বিষয়ে টীকা লেখোঃ (ক)স্বরলোপ (খ)অভিশ্রুতি (গ)জোরকলম শব্দ (ঘ)ঘোষীভবন (ঙ)বিষমচ্ছেদ।  

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore