LCC
Bengali Suggestion
CBCS 3rd Semester
Gyan Jyoti Coaching Center
প্রশ্ন মানঃ১২
১.ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝ? ধ্বনি পরিবর্তনের কারনগুলি
আলোচনা করো।
২.ভাষাবিজ্ঞানিরা ধ্বনিপরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করেছেন তা
বিস্তারিত আলোচনা করো ।
৩.সংজ্ঞা সহ উদাহরন দাওঃ (ক)অপিনিহিতি (খ)অভিশ্রুতি (গ)সমীভবন
(ঘ)স্বরভক্তি।
৪.কারক বলতে কী বোঝ? কারক কয় প্রকার ও কী কী ?বিস্তারিত আলোচনা
করো।
৫.সমাস বলতে কী বোঝ? সমাস কয় প্রকার ও কী কী? যে কোনো তিন
প্রকার সমাস বিস্তারিত আলোচনা করো।
৬.উপসর্গ বলতে কী বোঝ?উপসর্গ কয় প্রকার ও কী কী?প্রত্যেক
প্রকার উপসর্গের চারটি করে উদাহরন দাও।
প্রশ্ন মানঃ৬
১.ধ্বনি পরিবর্তনের
কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।
২.সমীভবন কাকে বলে?
সমীভবন কয় প্রকার ও কী কী?আলোচনা করো।
৩.স্বরসংগতি বলতে কী
বোঝ?উদাহরন দিইয়ে বিষয়টি বুঝিয়ে দাও।
৪.স্বরধ্বনি ও ব্যাঞ্জনধ্বনির
উচ্চারনস্থান ও প্রকৃতি নিয়ে আলোচনা করো।
৫.বিভক্তি কাকে বলে?
বিভক্তি কয় প্রকার ও কী কী? আলোচনা করো।
৬.অনুসর্গ কাকে বলে?
অনুসর্গ কয় প্রকার ও কী কী?আলোচনা করো।
৭.তৎপুরুষ সমাস কাকে
বলে? আলোচনা করো।
৮.প্রত্যয় বলতে কী বোঝ?প্রত্যয়
কয় প্রকার ও কী কী? আলোচনা করো।
প্রশ্ন মানঃ৩
১.লোকনিরুক্তি কাকে
বলে?উদাহরন দাও।
২.জোরকলম শব্দ কাকে
বলে? উদাহরন দাও।
৩.শংকর শব্দ কাকে বলে?উদাহরন
দাও।
৪.বর্নবিপর্যয় বলতে
কী বোঝ?
৫.কারক কাকে বলে? কারক
কয় প্রকার ও কী কী?
৬.সমাস কাকে বলে?
৭.দ্বন্দ্ব সমাস কাকে
বলে?উদাহরন দাও।
৮.স্বরাগম কাকে বলে?উদাহরন
দাও।
৯.স্বরলোপ বলতে কী বোঝ?
১০.কারক বিভক্তি নির্নয়
করো।
১১.সমাস নির্নয় করো।
১২.প্রত্যয় যোগে শব্দ
গঠন করো।
১৩.উপসর্গ যোগে শব্দ
গঠন করো।
Gyan Jyoti Coaching Center
7076398606
6295916282
ছাত্র-ছাত্রীদের যেকোনো অসুবিধার জন্য আমাদের
সঙ্গে যোগাযোগ করতে পারো।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।