মাধ্যমিক ভূগোল সাজেশান//প্রথম অধ্যায়//২০২১

Nil's Niva
0

 মাধ্যমিক ভূগোল সাজেশানঃপ্রথম অধ্যায়

বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপঃ

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-)

১.বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

অথবা

বায়ুর ক্ষয়কার্যের ফলে কীভাবে জিউগেন, ইয়ারদাং, ও গৌর সৃষ্টি হয় তা চিত্রসহ আলোচনা করো।

২.বায়ুর সঞ্জয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

৩.নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

অথবা

নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত জলপ্রপাত, খরস্রোত, শৃঙ্খলিত শৈলশিরা ও মন্থকূপ চিত্রসহ ব্যাখ্যা করো।

অথবা

পার্বত্য প্রবাহে নদীর দ্বারা সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।

৪.নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

৫.হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

৬.হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

অথবা

হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ড্রামলিন, গ্রাবরেখা, ও এসকার চিত্রসহ আলোচনা করো।

৭.হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

অথবা

 হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

৮.বায়ু জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

অথবা

শুষ্ক অঞ্চলে  বায়ু জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

৯.মরুভূমি প্রতিরোধের উপাদানগুলি কী কী ?

১০.সুন্দরবন অঞ্চলের লোহাচড়া, নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও।

১১.মরু সম্প্রসারন বলতে কী বোঝ? মরু সম্প্রসারনের কারনগুলি আলোচনা করো।

অথবা

মরুবিস্তার কী? মরুবিস্তারের কারনগুলি আলোচনা করো।   

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore