লোকনিরুক্তি বলতে কী বোঝ? CBCS 5th Semester GE Bengali//North Bengal University

Nil's Niva
0

 

প্রশ্নঃ লোকনিরুক্তি কাকে বলে? উদাহরন দাও।

                                                              প্রশ্ন মানঃ৩

Ø লোকনিরুক্তিঃ

·      কোনো দূরহ শব্দ বা অপরিচিত শব্দ যখন লোক সাধারনের উচ্চারনে অল্পবিস্তর ধ্বনি সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তখন তাঁকে লোকনিরুক্তি বলে।

Ø উদাহরনঃ

·      ডঃ মিহির চৌধুরি কামিল্লা লোকনিরুক্তির একটি সুন্দর উদাহরন দিয়েছেন। যেমন- আরাম চেয়ার কথাটি ইংরেজী আর্ম চেয়ার(Arm Chair) থেকে এসেছে। যার মানে হাতল ওয়ালা চেয়ার কিন্তু এই চেয়ারটিতে বসলে বেশ আরাম হয় বলে নিতান্ত সাধারন মানুষ একে বলেছে আরাম চেয়ার।

·      এই যে অপরিচিত এবং কষ্ট করে উচ্চারন করে শব্দটি লোক সাধারনের মুখে কিছু বিকৃতি লাভ করে পরিচিত শব্দের রূপ নেয়, এটিই হল লোকনিরুক্তি।

·      আবার ল্যাবেন চুষ, লোকনিরুক্তির আর একটি উদাহরন।মূল কথাটি ছিল ইংরেজী ল্যাবেন চুষ বা যা চুষে খাওয়া হয়।সাধারন মানুষ এই অপরিচিত শব্দটি সঠিক উচ্চারণ করতে পারে না।তাই এটি লোকনিরুক্তির উদাহরন।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore