CBCS 5th SEMESTER DSE1 Bengali//NBU//Pass Course

Nil's Niva
0

 

DSE(A or B) 1

CBCS 5th Semester

North Bengal University

বাংলা উপন্যাসঃউদ্ভব ও ক্রমবিকাশ(১৯৫০পর্যন্ত)

১.উনিশ ও বিশ শতকের  আর্থ-সামাজিক, সাংষ্কৃতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন।

২.উপন্যাস পাঠঃ

(ক)”কৃষ্ণকান্তের উইল”                     -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(খ)”দেনা পাওনা”                              -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

 

অথবা

বাংলা ছোটগল্প উদ্ভব ও ক্রমবিকাশ

 ১.উনিশ ও বিশ শতকের  আর্থ-সামাজিক, সাংষ্কৃতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন।

২.গল্পপাঠঃ

(ক)”স্ত্রীরপত্র”                                                 -রবীন্দ্রনাথ ঠাকুর।

(খ)”মহেশ”                                            - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

(গ)”জলসাঘর”                                 -তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

(ঘ)”দুঃশাসনীয়”                                     -মানিক বন্দ্যোপাধ্যায়।

(ঙ)”তৃতীয় দ্যুতসভা”                                                -পরশুরাম।  

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore