রাজনীতি//কবি-নিতিশ পাল

Nil's Niva
0

 

রাজনীতি

নির্বাচন এসে গেছে ভাই…! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে…!

নেতারা বলছে নির্বাচনে জয়ী হতে হবে।

মাননীয়/মাননীয়া মূখ্যমন্ত্রী বলছে,তাঁর জন্য যত টাকা লাগে,সবার জন্য দিতে হবে।

নির্বাচন এসে গেছে ভাই…।।

 

নির্বাচন এসে গেছে ভাই! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে!

রাজ্যগুলি যে টলছে,তার সাথে সাথে টলছে দেশ।

অর্থনীতি পঙ্গু দেখেও,অর্থমন্ত্রী বলছে,সব ঠিক আছে,কিছু হয়নী শেষ।

নির্বাচন এসে গেছে ভাই…।।

 

নির্বাচন এসে গেছে ভাই! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে!

এম.এ.,বি.এড. যোগ্যতা অর্জন করার পরেও নেই চাকরি।

শিক্ষামন্ত্রীকে কিছু বলতে গেলেই পিঠে পড়বে ভাই লাকড়ি।

নির্বাচন এসে গেছে ভাই…।।

 

নির্বাচন এসে গেছে ভাই! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে!

হাসপাতালে পরিষেবা নেই যাচ্ছে মানুষ মারা।

স্বাস্থ্যমন্ত্রী বলছে আহঃ,পরিষেবা হবে ভালো,কীসের এত তারা।

নির্বাচন এসে গেছে…।।

 

নির্বাচন এসে গেছে ভাই! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে!

নির্বাচনে জিততে হবে সব নেতাদের আশা।

ভোট ফুরোলেই বুড়ো আঙ্গুল,এটাই কী আমজনতার প্রতি,নেতাদের ভালোবাসা।

নির্বাচন এসে গেছে…।।

 

নির্বাচন এসে গেছে ভাই! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে!

দূর্নিতি করার নমই যদি হয় রাজনীতির নীতি।

তবে তোমরা এই দূর্নিতিকেই কী বলবে?এগুলোই রাজনীতি।

নির্বাচন এসে গেছে…।।

 

নির্বাচন এসে গেছে ভাই! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে!

নির্বাচনে জয়ী করবে কাকে?

দিকে দিকে নেতারা সব চিল-শকুনির মতো হাঁকে।

নির্বাচন এসে গেছে….।।

 

নির্বাচন এসে গেছে ভাই! নির্বাচন এসে গেছে।

পাঁচ বছর পর,আবার নির্বাচন এসে গেছে!

এবার নির্বাচনে দেখব কী নতুন করে সুদিন?

নাকি আবার সেই পাঁচ বছর পর?

ও ভাই…নির্বাচন এসে গেছে…।।

                                                                  -নিতিশ পাল।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore