একটি মানুষ
একটি
মানুষ,যার শেষ সম্বল ছিল কুঁড়েঘর।
একটি
মানুষ,যে কখনো শুনতে পারেনী;
তাঁর
আপন মেয়ের গলার স্বর।
মা
মরা মেয়েকে আগলে রেখেছিল,সেই একটি মানুষ।
কষ্ট
কী?বুঝতে দেয়নি মেয়েটিকে,সেই একটি মানুষ।।
একটি
মানুষ,যার শেষ সঙ্গী ছিল চোখের জল।
একটি
মানুষ,যে কখনো বুঝতে পারেনী;
তাঁর
আপন মেয়ের মানসীকতা এতটা দূর্বল।
নির্বাক
মেয়েটিকে শিখিয়েছিল লিখতে,পড়তে;সেই একটি মানুষ।
ব্যার্থতা
কী?বুঝতে দেয়নি মেয়েটিকে,সেই একটি মানুষ।।
একটি
মানুষ,যার আজ আপন বলতে কেউ নেই আর।
একটি
মানুষ,যে কখনো ভাবতেও পারেনী;
তাঁর
আপন মেয়ে আজ হয়ে গেছে নিঃস্বার।
চৌ-রাস্তার
মোরে রাতের অন্ধকারে ধর্ষিত মৃতদেহ পেয়েছিল;
সেই
একটি মানুষ।
টর্চ
মেরে রক্তাক্ত লাসটিকে উল্টে দেখেছিল সে;
দেখেছিল
আপন হাতে মানুষ করা সেই ছোট্ট মেয়েটিকে।
একটি
মানুষ,যার মনের ঘর আজ শূন্য।
একটি
মানুষ,যে কখনো কল্পনা করতে পারেণী;
তাঁর
আপন মেয়ে আজ চলে গেছে দূর…বহুদূরে।
সেই
মানুষটির চোখের জল মুছে দেওয়ার আজ আর কেউ নেই।
পায়নী
সে ন্যায্য বিচার;ঘুরেছিল আন্ধা-কানুনের পিছে পিছে;
আজ
ব্যার্থ হয়েছে নিজের কাছে।।
শুধু
কী সেই একটি মানুষ ব্যার্থ হয়েছে?আর কেউ ব্যার্থ হয়নী?
এই
সমাজ কী ব্যার্থ হয়নী?ব্যার্থ হয়নী প্রতিটি কন্যার পিতা-মাতা?
ন্যায়
রক্ষাকারী আইন ব্যার্থ হয়নী?ব্যার্থ হয়নী সেই ভাইয়েরা?
যারা
প্রতি রাখিপূর্নিমার দিনে বোনকে রক্ষা করার শপথ গ্রহন করে।
নানাবিধ
ব্যার্থতা সংক্রান্ত প্রশ্ন আজ সেই একটি মানুষের মনে।।
-নিতিশ
পাল
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।