Ø প্রশ্নঃ
বিজ্ঞাপন বলতে কী বোঝ? প্রশ্ন মানঃ৩
Ø বিজ্ঞাপনঃ
Ø ইংরাজী
শব্দ ‘Advertisement’ এর
বাংলা অর্থ হল বিজ্ঞাপন।বিজ্ঞাপন শব্দের শব্দগত অর্থ হল-“বিশেষ রূপে জানানো”। বিজ্ঞাপন
হল একটি ‘Marketing’ বা ‘বিপনন’ কৌশল যা
যেকোন পন্য বা সেবা সম্ভাব্য গ্রাহকের নিকট প্রচার করার মাধ্যম।কোনো পন্যের প্রচার
করার জন্য গ্রাহকের কাছে যে বার্তা প্রেরন করা হয় তাকে বিজ্ঞাপন বলে।
Ø বিজ্ঞাপনের
অন্যতম উদ্দেশ্য হল পন্য বা সেবা সম্পর্কে গ্রাহকদের কাছে তথ্য প্রেরন করা,এবং গ্রাহকদের
মধ্য পন্যের চাহিদা বৃদ্ধি করা।সাধারনভাবে বলা যায় যে,বিজ্ঞাপন একটি পন্য যা গ্রাহকদের
চাহিদা মতন প্রেরন করা হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।