Write a short note on Purana. CBCS 1st Semester Honours CC:1 & General Course

Nil's Niva
0

 

১.পুরানের ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।                      প্রশ্ন মানঃ৩

পুরানঃ

খ্রিষ্টপূর্ব ষষ্ট শতাব্দির পূর্বেকার ইতিহাস রচনার প্রধান উপাদান হল পুরান। প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য পুরাণগুলির গুরুত্ব অপরিসীম। ‘পুরান’ বলতে-“ প্রাচীন কাহিনী এবং ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্তসার বোঝায়”। পুরানের সংখ্যা ১৮ টি। এর মধ্যে বিষ্ণু পুরান, বায়ু পুরান, মৎস্য পুরান, ভাগবৎ পূরাণ এবং ভবিষ্য পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য।

ঐতিহাসিক গুরুত্বঃ

পুরাণগুলি থেক বিভিন্ন প্রাচীন রাজবংশগুলির উৎপত্তি, বংশতালিকা, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা, নদনদী, প্রাচীন শহর, তীর্থস্থানগুলির বিবরন পাওয়া যায়।পুরাণে যে সমস্ত ঐতিহাসিক রাজবংশের উল্লেখ পাওয়া যায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কাম্ব, সাতবাহণ প্রভৃতি।প্রাচীন ভারতের সামাজিক ক্ষেত্রে বাস্তব অবস্থার পরিচয় পেতে গেলে পুরান আমাদের গভিরভাবে সাহায্য করে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore