CBCS 4th Semester DSC History//North Bengal University
প্রশ্নঃটিকা
লেখোঃ “সলবাই-এর সন্ধি”। প্রশ্ন মানঃ৩
v সলবাই-এর সন্ধিঃ মারাঠা নায়ক
মাহাদ্জি সিন্ধিয়ার মধ্যস্থতায় ইংরেজ ও মারাঠাদের মধ্যে ১৭৮২ খ্রিষ্টাব্দে “সলবাই-এর
সন্ধি” স্বাক্ষরিত হয় । এই সন্ধির মাধ্যমে দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপিত হয় এবং
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান ঘটে।
v শর্তাবলীঃএই সন্ধির শর্তগুলি হল-
Ø ইংরেজরা মাধব রাও নারায়নকে পেশয়া বলে স্বীকার করে
এবং রঘুনাথ রাও এর পক্ষ ত্যাগ করে।
Ø রঘুনাথকে বার্ষিক ৩ লক্ষ টাকা বৃত্তি দেওয়ার ব্যাবস্থা
করা হয়।
Ø ইংরেজরা সলসেট, থানে এবং বোম্বাই সংলগ্ন কিছু অঞ্চল
লাভ করে।
Ø মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভূক্ত অধিকৃত অঞ্চলগুলি
তারা ফিরিয়ে দেয়।
v ঐতিহাসিক স্মিথ বলেন এই সন্ধি শক্তিশালি মারাঠাদের সাথে ইংরেজদের ২০ বছরের শান্তি স্থাপন করে আগামি দিনে ভারতীয় রাজনীতির নিয়ন্ত্রনকর্তা হিসাবে তাদের আধিপত্য স্থাপনের সুযোগ করে দেয় ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।