Who was the Gurjara Pratihara?

Nil's Niva
0

Q. Who was the Gurjara Pratihara?

§  গুর্জর-প্রতিহার বংশ:

গুর্জর-প্রতিহার ছিল মধ্যযুগীয় ভারতের একটি শক্তিশালী রাজবংশ, যারা অষ্টম শতাব্দীর মধ্যভাগ থেকে একাদশ শতাব্দী পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের এক বিশাল অংশ শাসন করেছিল। 'গুর্জর' শব্দটি সম্ভবত তাদের উৎপত্তিস্থল (গুজরাট বা দক্ষিণ-পশ্চিম রাজস্থান) এবং 'প্রতিহার' কথাটির অর্থ 'দ্বাররক্ষক' (সম্ভবত তারা রাষ্ট্রকূটদের সামন্ত হিসেবে কাজ করত অথবা আরব্য আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার দাবি করত)। এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নাগভট্ট।

গুর্জর-প্রতিহাররা কনৌজ দখলের জন্য বাংলার পাল এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটদের সঙ্গে এক দীর্ঘস্থায়ী সংগ্রামে (ত্রিশক্তি সংগ্রাম) লিপ্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত তারাই কনৌজ দখল করে। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম মিহির ভোজ। তাঁর সময় সাম্রাজ্য কাশ্মীর থেকে বাংলা এবং দাক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত হয়েছিল। ভারতের পশ্চিম সীমান্তে আরবদের অগ্রগতি প্রতিহত করতে এই রাজবংশ এক গুরুত্বপূর্ণ 'প্রতিরক্ষা প্রাচীর' হিসেবে কাজ করেছিল। তাদের শাসনামলে শিল্প, সাহিত্য ও স্থাপত্যের প্রভূত উন্নতি হয়। বিখ্যাত সংস্কৃত কবি রাজশেখর প্রথম মহেন্দ্রপাল এবং প্রথম মহীপালের রাজসভায় ছিলেন। রাষ্ট্রকূটদের আক্রমণ (তৃতীয় ইন্দ্র) এবং পরবর্তীকালে গজনীর সুলতান মামুদের আক্রমণে (১০১৮ খ্রিঃ) এই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যায়।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore