Q- What is Bengal Renaissance? [বাংলার নবজাগরণ]
বাংলার
নবজাগরণ ছিল উনিশ শতকের বাংলায় এক গভীর সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক
আন্দোলন। এই সময়ে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে, বাঙালি সমাজে নতুন
চিন্তাভাবনার উন্মেষ ঘটে। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে এসে এদেশের
বুদ্ধিজীবী ও সমাজ সংস্কারকেরা কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি এবং সামাজিক অসাম্যের
বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাঁরা যুক্তি, মানবতাবাদ এবং আধুনিকতার আদর্শে অনুপ্রাণিত
হয়ে সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার প্রয়াস চালান।
এই
নবজাগরণের মূল লক্ষ্য ছিল একটি আধুনিক, প্রগতিশীল এবং যুক্তিবাদী সমাজ গঠন করা।
রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ
মনীষীগণ এই আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁদের প্রচেষ্টায় নারী শিক্ষা, বিধবা বিবাহ,
জাতিভেদ প্রথার বিরোধিতা এবং জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রসার ঘটে। সাহিত্য, শিল্পকলা,
সাংবাদিকতা এবং ধর্মীয় সংস্কারের ক্ষেত্রেও এই নবজাগরণ এক নতুন দিগন্ত উন্মোচন
করে, যা পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।