প্রশ্নঃ ‘পুঁইমাচা’ গল্পে প্রকৃতির ভূমিকা তুলে ধর। অথবা প্রকৃতি ও মানুষের সহাবস্থান ‘পুঁইমাচা’ গল্পে, আলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্নঃ ‘পুঁইমাচা’ গল্পে প্রকৃতির ভূমিকা তুলে ধর।

অথবা প্রকৃতি ও মানুষের সহাবস্থান ‘পুঁইমাচা’ গল্পে, আলোচনা করো।

প্রকৃতির প্রাণবস্তু-শেলী যাকে 'Lofe of Life' বলেছেন, যারজন্য কীটসের 'Sweet tancy'-র সুদুরাভিসার, বাহুল্য কাব্যে রবীন্দ্রনাথ ও কথাসাহিত্যে বিভূতিভূষণ তারই স্রষ্টা ও প্রেমিক। তবু বিভূতিভূষণ বাস্তবের রূপকার, সমাজের প্রতিনিধি। তাঁর চরিত্ররা প্রকৃতির কোলে লালিত। তাঁর সাহিত্যে প্রকৃতি ও মানুষ এক বৃন্তে দুটি কুসুম।' 'পুঁইমাচা'ও তাই।

এও এক বনবেষ্টিত শেয়াল-ডাকা গ্রামেরই গল্প। সে গ্রামে দীনতা হীনতা কুশ্রীতা আছে। আছে কালো মনের কালীময় তার হীন চক্রান্ত, নীচতা সবই। তবে 'ছোট প্রাণ ছোট কথা' ও 'নিতান্তই সহজ সরল' জীবনের কথা এই গল্পে। অন্নপূর্ণা ক্ষেন্তির হাতে কাঠ হয়ে যাওয়া মোটা পুঁইডাটা দেখে জ্বলে উঠেছে-এই 'পুঁই' যেন 'দ্বিতীয় ক্ষেন্তি', তার লোভের প্রতিচ্ছবি। কালীময় একঘরে করার মতলব আঁটে- সহায়হরিকে উচিত শিক্ষা দেবার মতলবে। তার দিন দুই পর "সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবিলেবুর গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কাঁচা রৌদ্রে আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন।" এ মানুষ প্রকৃতির আঙিনার মানুষ। আবার মুখুয্যে বাড়ি যাবার পথ "শীতের সকালে এক প্রকার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখী আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে।" তবে লক্ষণীয় অন্নপূর্ণাকে এ পাখী টানে নি, বনের ধূপ-ধাপ শব্দ শুনেছে সে। পুঁইশাক আনায়, 'বিয়ের যুগ্যি' 'সোমত্ত মেয়ে' ক্ষেন্তির বরোজপাতার বনে যাওয়ার জন্য কড়া ধমক খেতে হয়েছে। কাজেই প্রকৃতির চেয়ে বাস্তবই প্রাধান্য, পেয়েছে। তবে এইপ্রকৃতির মানুষ বলেই কালীময় বা ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোক "damned smiling villain" (Hamlet) হয় নি। আর পুঁই মাচা ক্ষেন্তির লোভের প্রতীক হতে পেরেছে। "সেখানে বাড়ীর সেই লোভী মেয়েটির লোভর স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁইমাচাটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছি"। আশ্চর্য প্রতীকী বা Symbolic) প্রকৃতি যেন মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের স্বভাব, চরিত্র, আশা-আকাঙক্ষার দর্পণ প্রকৃতি। "বিভূতিভূষণের সাহিত্যে একদিকে একটি সরল পল্লীপ্রাণ মানুষ... অন্যদিকে একটি ঘরভোলা মুগ্ধদৃষ্টি কিশোর-যার চোখের সামনে প্রকৃতি প্রতিদিন নব নব রহস্যের যবনিকা উন্মোচন করছে"-'পুঁইমাচা'র ক্ষেত্রেও এ মন্তব্য যথার্থ।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore