Write Notes: Non-Material Culture.
টীকা লেখো: অবস্তুগত সংস্কৃতি।
উত্তর- মানুষের মনস্তাত্ত্বিক তথা ভাবগত সৃষ্টি হল অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ, যে সমস্ত সংস্কৃতিকে দেখা যায় না, স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। আবার অবস্তুগত সংস্কৃতিকে অপার্থিব সংস্কৃতি বলেও গণ্য করা হয়। অবস্তুগত সংস্কৃতির নানাবিধ উপাদানগুলি হল মানুষের চিন্তাভাবনা, প্রত্যয়, মূল্যবোধ, বিশ্বাস, ভাষা, আইন, দর্শন, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও ধর্ম ইত্যাদি। এই অবস্তুগত সংস্কৃতি থেকে বস্তুগত সংস্কৃতির উদ্ভব হয়। অবস্তুগত সংস্কৃতিকে সহজে পরিমাপ করা যায় না।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।