শিক্ষায় সমসুযোগর সংজ্ঞা দাও। শিক্ষায় সমসুযোগের গুরুত্বআলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্ন- শিক্ষায় সমসুযোগর সংজ্ঞা দাও। শিক্ষায় সমসুযোগের গুরুত্বআলোচনা করো। 

উত্তরঃ 

শিক্ষায় সমসুযোগর সংজ্ঞা- 

■ S K Kochhar- এর মতে, সুযোগের সাম্যতা বলতে বোঝায়, প্রত্যেক ব্যক্তির সামর্থ্য বা দক্ষতা বিকাশের জন্য সমান সুযোগ প্রদান করা এবং তার বিকাশের পথে কোনোরূপ বাধাদান না করা। শিক্ষায় সমসুযোগের অর্থ হল পশ্চাত্পদ শ্রেণির অন্তর্ভুক্ত ছাত্রছাত্রী, মহিলা, তপশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া ব্যক্তির প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা |

VR Taneja- র মতে, বৈষম্য ও অসমতার অনুপস্থিতিই 'শিক্ষায় সমসুযোগ' তৈরি করে। সমতার ধারণা এই নয় যে, সকল ব্যক্তিবর্গ মূলত সমান। সুতরাং প্রত্যেক ব্যক্তি তার অভ্যন্তরীণ সামর্থ্য অনুযায়ী সুযোগসুবিধা পাওয়া উচিত। কোনো ব্যক্তির চূড়ান্ত বিকাশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত হবে না। তার নিজের দিক থেকে যদি কোনো অক্ষমতা থাকে সেটা অন্য বিষয় |

■ KK Bhatia- এর মতে, প্রতিটি শিশুর তার বৈশিষ্ট্য ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা পাওয়ার অধিকার হিসেবে শিক্ষায় সমসুযোগকে ব্যাখ্যা করা যেতে পারে ।

            সুতরাং, শিক্ষায় সমসুযোগ বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক মর্যাদা, আর্থিক সংগতি এবং যে-কোনো সামাজিক স্তরবিন্যাস নির্বিশেষে প্রতিটি নাগরিক তার নিজস্ব সামর্থ্য, ক্ষমতা, প্রবণতা, আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী শিক্ষার সুযোগ সৃষ্টি করা। সংক্ষেপে শিক্ষায় সমসুযোগ বলতে সামাজিক ও শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া ব্যক্তিদের অতিরিক্ত বিশেষ সুযোগদানের ব্যবস্থাকে বোঝায়। 

শিক্ষায় সমসুযোগের গুরুত্ব- 

(i) সকল নাগরিকদের জন্য সমান অধিকার বা Egalitarian Society গঠনে সমসুযোগ প্রয়োজন।

(ii) গণতান্ত্রিক নীতিকে সুপ্রতিষ্ঠিত করতে ইহার দরকার।

(iii) সামাজিক ও অর্থনৈতিক বিকশে নিশ্চয়তা অনতে এইরূপ সমসুযোগ প্রয়োজন।

(iv) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে শিক্ষায় সমসুযোগের নীতি বিশেষ প্রয়োজন।

(v) জাতীয় উন্নয়নের ক্ষেত্রে মানবসম্পদের বিকশে এই নীতি অত্যাবশ্যক।

(vi) শিক্ষা একটি মৌলিক অধিকার এবং অন্যান্য মানব অধিকারগুলি পাওয়ার ক্ষেত্রে শিক্ষায় সমসুযোগ বিশেষ প্রয়োজন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore