Q: Define water pollution? Discuss the causes of water pollution.
প্রশ্নঃ জলদূষণের সংজ্ঞা দাও? জলদূষণের কারনসমূহ সম্পর্কে আলোচনা করো।
উত্তর-
জলদূষণ: জল ছাড়া পৃথিবীতে জীবকূলের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই জলের অপর নাম জীবন। ভূপৃষ্ঠে প্রায় জলের 97.3 শতাংশ সামুদ্রিক জল এবং বাকি 2.7 শতাংশ স্বাদু জল। বর্তমানে জনবিস্ফোরণ, দ্রুত নগরায়ণ, শিল্পায়ন, কৃষি উন্নত, আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রভৃতির ফলে জল সম্পদের ওপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমানে পানযোগ্য স্বাদু জলের পরিমাণ দ্রুত সংকুচিত হয়ে আসছে এবং ব্যবহারযোগ্য জলের গুণমান ক্রমশ হ্রাস পাচ্ছে জলদূষণের কারণে। এক্ষেত্রে জলের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতিকারক পদার্থ যখন মিশে জলের ভৌত-রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় এবং তার প্রভাবে, উদ্ভিদ, প্রাণী ও মানবসমাজের অপূরণীয় ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হয়, তখন সে অবস্থাকে জলদূষণ বলে।
জলদূষণের প্রধান কারনসমূহঃ প্রকৃতি অনুযায়ী জলদূষণকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা যায়- [i] ভৌম জলদূষণ [ii] নদী জলদূষণ [iii] হ্রদ জলদূষণ [iv] সমুদ্র জলদূষণ [v] অন্যান্য ভূপৃষ্ঠ জলাশয়-এর জলদূষণ এই সকল প্রকারের জলরাশির গুণমানের অবনমন ও দূষণের কারণগুলি হল নিম্নরূপ-
[a] শিল্পজাত বর্জ্য পদার্থ: শিল্পাঞ্চল সম্প্রসারণ-এর সঙ্গে বিভিন্ন শিল্পজাত বর্জ্য পদার্থ শিল্পকেন্দ্রগুলি থেকে নির্গত হয়ে সংলগ্ন জলাশয়, নদী প্রভৃতির জলকে দূষিত করছে। বিভিন্ন ধরনের জৈব পদার্থ, ক্যাডমিয়াম, সিসা, দস্তা জাতীয় ধাতব উপাদান, অজৈব যৌগ, সালফার, ফসফরাস, ক্লোরিন প্রভৃতি রাসায়নিক পদার্থ যেগুলি শিল্পাঞ্চল থেকে বর্জ্য হিসেবে নির্গত হয় সেগুলি সংলগ্ন অঞ্চলের জলাশয়ের জলদূষণের প্রধান কারণ।
[b] কৃষিজাত পদার্থ: কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি কৃষিজমিতে ছড়ানোর সময় অথবা ধৌত প্রক্রিয়ার জলের সঙ্গে মিশে মাটির নীচে ভৌম জলের ভাণ্ডার ও পার্শ্ববর্তী জলাশয়গুলিতে জলদূষণ ঘটিয়ে থাকে।
[c] পরিপোষক দূষণ: পরিপোষক হল জলে উপস্থিত বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ যা জলজ উদ্ভিদ ও প্রাণী হরমোন বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদান। কিন্তু প্রণালী ও কৃষিজমি থেকে প্রচুর পরিপোষক, যেমন-নাইট্রেট, ফসফেট ও সালফেট প্রভৃতি উপাদানগুলি যুক্ত হয়ে পুষ্টি মৌলের জোগান বৃদ্ধি করে, যা জলে বসবাসকারী বিভিন্ন অবাঞ্ছিত আণুবীক্ষণিক জীবের দ্রুত বৃদ্ধি ঘটায়। জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পায় এবং জলজ উদ্ভিদ ও প্রাণীদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে একে ইউট্রোফিকেশন পদ্ধতি বলে, যা জল দূষণের প্রধান কারণ।
[d] গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা: বসতি অঞ্চলে মাটির ওপর জমে থাকা বর্জ্য, ধৌত জল, নিষ্কাশিত জল প্রভৃতি বিভিন্ন ছোটো-বড়ো জলাশয়, নদী তথা ভৌম জলভান্ডারকে অত্যধিক পরিমাণে দূষিত করে। গৃহস্থালির বর্জ্য নাইট্রেট, নাইট্রাইট, ক্লোরাইড, সালফেট, দ্রাব্য কঠিন পদার্থ প্রভৃতি জলদূষণের গুরুত্বপূর্ণ উৎস।
[e] খনিজ তেল: খনিজ তৈলক্ষেত্র থেকে তেল উত্তোলনের সময় দুর্ঘটনা বা পেট্রোলিয়াম উপজাত দ্রব্য নানা কারণে সমুদ্রে ছড়িয়ে পড়লে সমুদ্রের জল দূষিত হয়ে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর জীবনহানি তথা সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিপন্নতার কারণ হয়ে দাঁড়ায়।
[f] তাপীয় বর্জ্য: তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র, লৌহ-ইস্পাত, রাসায়নিক শিল্পকেন্দ্র প্রভৃতি থেকে নির্গত বর্জ্য পার্শ্ববর্তী জলাশয়, নদী প্রভৃতি স্বাদু জলের উৎসগুলির উষুতা, ভৌত রাসায়নিক ধর্ম, জৈব উপাদানের পরিবর্তন ঘটায়।
[g] অ্যাসিড বৃষ্টি: বায়ুদূষণের ফলে বৃষ্টির জলের সঙ্গে সালফেট ও নাইট্রেট রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড বৃষ্টি জলাশয়, হ্রদ, নদী প্রভৃতির জলকে দূষিত করে।
[h] তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ: পারমাণবিক গবেষণা কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন ইউরেনিয়াম ও থোরিয়াম-এর শোধনের বর্জ্যগুলি মূলত তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলের জল দূষণের প্রধান কারণ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।