ইতিহাসের মার্কসীয় ব্যাখ্যাকে বস্তুবাদী বলা হয় কেন?

Nil's Niva
0

প্রশ্ন: ইতিহাসের মার্কসীয় ব্যাখ্যাকে বস্তুবাদী বলা হয় কেন?

উত্তর: ঐতিহাসিক বস্তুবাদ অনুসারে জগৎ বস্তুময়, বস্তুই প্রধান, ভাব হল বস্তুর অনুগামী। মার্কসবাদ অনুসারে বস্তুজগৎ পরিবর্তনশীল। বস্তুজগতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাবজগৎ পরিবর্তিত হয়। বস্তুজগতের পরিবর্তনে ভাব বা অতীন্দ্রিয় শক্তির কোনো হাত নেই। বস্তুর পরিবর্তনের মূল কারণ বস্তুর মধ্যে নিহিত স্ববিরোধ। মার্কস বলেছেন, সমাজ পরিবর্তনের চূড়ান্ত নির্ধারক শক্তিকে খুঁজতে হবে ভাবজগতের মধ্যে নয়, সমাজের উৎপাদন পদ্ধতির মধ্যে, যা বস্তুজগতের অঙ্গ। এই কারণেই ইতিহাসের মার্কসীয় ব্যাখ্যাকে বস্তুবাদী বলা হয়।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore