গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কি বোঝ?

Nil's Niva
0

 প্রশ্নঃ গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কি বোঝ?

উত্তর। গৌড়ীয় বৈষ্ণবগণ বিশ্বাস করেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেমের স্বাদ এবং রাধারূপে কৃষ্ণপ্রেমের স্বাদ গ্রহণ করার জন্যই গৌরসুন্দরের রূপ ধরে নবদ্বীপধামে অবতীর্ণ হন। তিনি কৃষ্ণ এবং রাধার যুগল বিগ্রহ। বহিরঙ্গে তিনি রাধা অন্তরঙ্গে তিনি কৃষ্ণ। যদিও রাধাকৃষ্ণের লীলা অবলম্বনেই মহাজন পদাবলী রচিত হয়ে থাকে তথাপি চৈতন্যদেবের আবির্ভাবে তার মধ্যে আরও বৈচিত্র্য এল। চৈতন্য সমকালীন কবিরা তাই চৈতন্যদেবের জীবনের বিভিন্ন অংশকে নিয়ে অসংখ্য পদ রচনা করলেন। তাঁর বাল্যজীবন থেকে আরম্ভ করে দিব্যজীবন পর্যন্ত সবেরই প্রতিফলন ঘটল বৈষ্ণব পদের মধ্যে। আর এগুলোকেই সামগ্রিকভাবে গৌরাঙ্গ বিষয়ক পদ বলে অভিহিত করা হয়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি



6295916282; 7076398606

 www.gyanjyoti.info |        Nil’s Niva


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore