Q: What do you mean by money bill? Discuss the procedure for passing a money bill in the Indian Parliament.
প্রশ্নঃ অর্থবিল বলতে কী বোঝো? ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো।
***************************************
অর্থবিল: ভারতীয় সংবিধানে
অর্থবিলের সংজ্ঞা প্রসঙ্গে বলা হয়েছে যে, ভারতের সঞ্চিত তহবিল বা আকস্মিক তহবিল থেকে
অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয় কিংবা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করা সংক্রান্ত বিষয়ের সঙ্গে
জড়িত ও প্রাসঙ্গিক কোনো আর্থিক অঙ্গীকার ও নীতিকেই অর্থবিল বলে।
ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি:
সংবিধানের ১০৯ নং ধারায় অর্থবিল উত্থাপন এবং প্রণয়নের পদ্ধতি আলোচিত হয়েছে।
অর্থবিল পাসের পদ্ধতি সমূহ -
(১) অর্থবিল কেবলমাত্র লোকসভাতেই পেশ করা হয়:
১০৯ (১) নং ধারানুসারে কোনো অর্থবিল রাজ্যসভায় উত্থাপন করা যায় না। রাষ্ট্রপতির পূর্বানুমতি
নিয়ে লোকসভায় কোনো মন্ত্রী কর্তৃক অর্থবিল উত্থাপিত হয়। লোকসভায় নির্দিষ্ট দিনে অর্থবিলের
শিরোনাম পাঠের সঙ্গে সঙ্গে অর্থবিলের প্রথম পাঠ শেষ হয়। এই বিলকেও আইন প্রণয়নের দ্বিতীয়
ও তৃতীয় স্তরসমূহ অতিক্রম করতে হয়। তৃতীয় পাঠ লোকসভায় শেষ হলে স্পিকারের প্রমাণপত্র-সহ
অর্থবিলকে রাজ্যসভায় প্রেরণ করা হয়।
(২) লোকসভা কর্তৃক অনুমোদিত অর্থবিল রাজ্যসভায়
সংশোধন ও সুপারিশের জন্য প্রেরণ করা হয়:
কোনো অর্থবিল লোকসভায় গৃহীত হওয়ার পর তা সুপারিশের জন্য রাজ্যসভায় পাঠানো হয়। ওই সময়
লোকসভার অধ্যক্ষকে একটি সার্টিফিকেট প্রদান করতে হয়, যার মধ্যে অর্থবিল সংক্রান্ত বিষয়
উল্লিখিত থাকে। রাজ্যসভা অর্থবিল পাওয়ার পর ১৪ দিনের মধ্যে লোকসভার নিকট তার সুপারিশ
পেশ করে। যদি রাজ্যসভা সুপারিশ প্রেরণ
না
করে তাহলে ওই বিল উভয়কক্ষ কর্তৃক গৃহীত হয়েছে বলে মনে করা হয়।
(৩) রাষ্ট্রপতির সম্মতি:
রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো অর্থবিল আইনে পরিণত হয় না। পার্লামেন্ট কর্তৃক অর্থবিল
গৃহীত হওয়ার পর লোকসভার অধ্যক্ষের সার্টিফিকেট-সহ অর্থবিল রাষ্ট্রপতির সম্মতির জন্য
প্রেরিত হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।