Minor History Suggestions 2024
University
of Burdwan
প্রশ্নমানঃ৫
১. ‘এপিগ্রাফি’
ও ‘নিউমিসমেটিকস’ বলতে কী বোঝো?
২. প্রাচীন
প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগে ব্যবহৃত আয়ুধগুলি সম্পর্কে লেখো।
৩. হরপ্পা
সভ্যতার বাণিজ্য সম্পর্কে লেখো।
৪. মৌর্য
সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন?
৫. হরপ্পা
সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো।
৬. প্রাচীন
ও মধ্য প্রস্তর যুগের পার্থক্যগুলি আলোচনা করো।
৭. ঋগবৈদিক
সমাজে নারীদের অবস্থান সম্পর্কে লেখো।
৮. বৈদিক
যুগের রাষ্ট্রকাঠামো কেমন ছিল?
৯. হরপ্পা
বা সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো।
১০. টীকা
লেখো: মথুরা শিল্প।
১১. আর্যদের
ভারতে আগমনের সময়কাল সম্পর্কে যা জানো লেখো।
১২. ঋগবৈদিক
সমাজে নারীদের অবস্থান সম্পর্কে লেখো।
১৩. মগধের
উত্থানের কারণগুলি আলোচনা করো।
১৪. গান্ধার
শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো।
১৫. মৌর্য
যুগের সামাজিক অবস্থা কেমন ছিল।
১৬. কুষাণ
রাষ্ট্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো।
১৭. গান্ধার
শিল্প সম্পর্কে যা জানো লেখো।
প্রশ্নমানঃ১০
১. প্রাচীন
ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো।
২. প্রাচীন
ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো।
৩. নব্যপ্রস্তর
যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৪. হরপ্পা
সভ্যতার ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে লেখো।
৫. হরপ্পা
সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো।
৬. আর্যদের
আদি বাসস্থান কোথায় ছিল-বিস্তারিত আলোচনা করো?
৭. ঋগবৈদিক
যুগে আর্যদের সামাজিক অবস্থা আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে আর্যদের সমাজে কী কী পরিবর্তন
ঘটেছিল?
৮. ঋগবৈদিক
যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে কী কী ক্ষেত্রে পরিবর্তন
এসেছিল তা আলোচনা করো।
৯. ভারতে
বৌদ্ধধর্ম ও জৈনধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো।
১০. অশোকের
‘ধৰ্ম্ম’ বলতে কী বোঝায়? তাঁর ধন্মের মূল নীতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
১১. সাম্রাজ্য
সংগঠক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো।
১২. কুষাণ
সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন করো।
১৩. সাতবাহন শাসক গৌতমীপুত্র সাতকর্ণীর রাজনৈতিক কৃতিত্ব
সম্পর্কে আলোচনা করো।
১৪. সাতবাহণ
শাসনব্যবস্থা কেমন ছিল আলোচনা করো।
১৫. ভারতের
ইতিহাসে ইন্দো-গ্রিক শাসনের গুরুত্ব আলোচনা করো।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।