প্রশ্নঃ টীকা লেখোঃ বহুত্ববাদ।
******************************************
§ বহুত্ববাদঃ
সমাজতত্ত্বে
বহুত্ববাদের অর্থ হল বহুসংস্কৃতির উপস্থিতি, বহুত্ববাদ বিভিন্ন গোষ্ঠীর অস্তিত্বকে
স্বীকার করে এবং একত্ববাদের বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত। সুতরাং বহু গোষ্ঠী বিশিষ্ট সমাজে
বহুসংস্কৃতির অস্তিত্ব অনস্বীকার্য। ভারতীয় সমাজ একটি বহুত্ববাদী সমাজ, এখানে বহু
জাতি, ধর্ম, ভাষা, শ্রেণি এবং সংস্কৃতির অস্তিত্ব পরিলক্ষিত হয়।
সমাজতত্ত্ববিদদের অভিমত অনুসারে
ভারতবর্ষের আর্থ-সামাজিক বৈচিত্র্য, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে বিভিন্ন সংগঠন
সৃষ্টি করেছে এবং তার ফলে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন জন্ম নিয়েছে। বহুত্ববাদের প্রকৃতি
অনুসারে রাষ্ট্র একটি সামাজিক সংগঠন। আকার-আয়তনে রাষ্ট্রের পরিধি বৃহৎ হলেও সমাজবদ্ধ
মানুষের সম্মিলিত ঐক্য রাষ্ট্রের জন্ম দেয়। তবে রাষ্ট্র শুধু কোনো ব্যক্তিবর্গের সমষ্টিই
নয়, অসংখ্য সামাজিক সংগঠনের সমষ্টি। বহুত্ববাদের ধারণা অনুসারে রাষ্ট্র ভিন্নধর্মী
বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনের মধ্যে যোগসূত্র স্থাপন এবং ঐক্য প্রতিষ্ঠা করে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই
আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।