প্রশ্নঃ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই বিতর্কে যে সমস্ত ঐতিহাসিকের নাম জরিত তাদের নাম লেখো।
********************************************
ষোড়শ ও সপ্তদশ শতকের ইউরোপে পুঁজিবাদের
উদ্ভব হয়। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ নিয়ে একটি বিতর্ক আছে। বিশ শতকের চল্লিশের
দশকে এই বিতর্কের শুরু হয়, সত্তরের দশকের শেষ পর্যন্ত তা চলছিল। সামন্ততন্ত্র থেকে
পুঁজিবাদের উত্থান এই বিতর্কে যে সমস্ত ঐতিহাসিকের নাম জরিত তাদের মধ্যে উল্লেখযোগ্য
ছিলেন-মরিস ডব, পল সুইজি, রবার্ট ব্রেণার, ইমানুয়েল ওয়ালেরস্টেন, জাপানি অর্থনীতিবিদ
টাকাহাসি, কার্ল মার্কস, পেরি অ্যান্ডারসন, ইমানুয়েল লেরয় লাদুরি, মাইকেল পোস্তান প্রমুখ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।