Calcutta University
Bengali Honours Syllabus
CBCS 5th Semester CC-5 Paper 11
সাহিত্যের রূপ ও রীতি
মডিউল-১ :কাব্য-কবিতা ও নাটক
§
কবিতার বিভিন্ন রূপকল্প মহাকাব্য, গীতিকবিতা, কবিগান, সনেট, হাইকু, রুবাই ও
লিমেরিক।
§
নাটকের বিভিন্ন রূপকল্প- ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, কাব্যনাটক, নৃত্যনাট্য,
সামাজিক | নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড নাটক ও একাঙ্ক নাটক।
মডিউল-২ : উপন্যাস ও ছোটগল্প
§
উপন্যাসের রূপকল্প ও শ্রেণিকরণ— নকশাধর্মী উপন্যাস, রোমান্সধর্মী উপন্যাস, সামাজিক
উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস,
চেতনাপ্রবাহরীতির উপন্যাস।
§
ছোটগল্পের প্রকৃতি।
§
ছোটগল্প ও রূপকথা।
§
অনুগল্প।
§
উপন্যাস ও ছোটগল্পের তুলনা।
মডিউল-৩ প্ৰবন্ধ, সমালোচনা ও অন্যান্য সংরূপ
§
প্রবন্ধের প্রকার— বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, লঘু প্রবন্ধ ও গবেষণা-প্রবন্ধ।
§
সমালোচনা সাহিত্য।
§
ভ্রমণ সাহিত্য, ডায়েরি, পত্রসাহিত্য রম্যরচনা, জীবনী ও আত্মজীবনী/স্মৃতিকথা।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।