ভারতকে কেন ‘উপমহাদেশ’ বা 'ক্ষুদ্রাকৃতি মহাদেশ' বলা হয়? অথবা টীকা লেখোঃ ক্ষুদ্রাকৃতি মহাদেশ।

Nil's Niva
0

 প্রশ্নঃ ভারতকে কেন ‘উপমহাদেশ’ বা 'ক্ষুদ্রাকৃতি মহাদেশ' বলা হয়?

                     অথবা

টীকা লেখোঃ ক্ষুদ্রাকৃতি মহাদেশ।

***********************************************

§  ক্ষুদ্রাকৃতি মহাদেশঃ

                               এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারতবর্ষ হল ত্রিভুজাকৃতি একটি বিশাল উপদ্বীপ । উত্তরে বিশাল পর্বতমালা, বাকি তিনদিকে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, এই অবিভক্ত বিশাল ভারতবর্ষের মোট আয়তন 18,00,000 বর্গ মাইল। বিশালতা ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারত এক অসাধারণ দেশ। ভারতের ভূপ্রকৃতিও মহাদেশের মতোই বৈচিত্র্যময়। মাউন্ট এভারেস্টের মতো সর্বোচ্চ গিরিশৃঙ্গা, চেরাপুঞ্জির মতো সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, রাজস্থানের মতো সুবিশাল মরুভূমি, দণ্ডকারণ্যের মতো গহন অরণ্য, সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র বিধৌত উর্বর সমতল- ভূমি সবই ভারতে বিদ্যমান। ভারতের মাটিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন প্রকার জলবায়ু, বিভিন্ন জনগোষ্ঠী ও ভাষার অস্তিত্ব লক্ষ করা যায়। এই কারণে ঐতিহাসিকেরা ও ভৌগোলিকরা ভারতবর্ষকে 'ক্ষুদ্রাকৃতি মহাদেশ’ বা ‘উপমহাদেশ' বলে থাকেন।   

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore