মাত্রা বা কলা বলতে কী বোঝ?

Nil's Niva
0

 

প্রশ্নঃ মাত্রা বা কলা বলতে কী বোঝ?                            প্রশ্ন মানঃ৩

§  মাত্রা বা কলাঃ

একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে, সেই সময়টুকুকে বলে 'মাত্রা' বা 'কলা'। মাত্রা হল অক্ষর পরিমাপের একক। যেমন 'আমরা' শব্দে অক্ষর আছে দুটি – 'আম', 'রা'। এই 'আম' উচ্চারণে বা 'রা' উচ্চারণে যে সময় লেগেছে, তাই হল মাত্রা বা কলা।

§  মাত্রা বা কলার শ্রেণিবিভাগঃ

মাত্রা দু শ্রেণির - এক-মাত্রা, দু-মাত্রা।

১. একটি অপ্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে, তাকে ধরা হয় ‘এক-মাত্রা'।

২. একটি প্রসারিত বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে, তাকে ধরা হয় 'দু মাত্রা'।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতশ্রুতি

6295916282,7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore