CBCS 3rd Semester DSC-1/2 Political Science Suggestion||2022|| North Bengal University

Nil's Niva
0

 

CBCS 3rd Semester

DSC-1/2 Political Science Suggestion

North Bengal University

12 Marks

১.তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝ? বিস্তারিত আলোচনা করো।  

২.শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কী বোঝ? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।

৩. ব্রিটিশ রাজতন্ত্র এবং আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার তুলনা কর।

৪. গ্রেট ব্রিটেন ও আমেরিকার দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা কর।

৫. আমেরিকার সুপ্রিম কোর্টের সাথে গণপ্রজাতন্ত্রী চীনের সর্বোচ্চ গণ প্রকিউরেটোরেটের কার্যপ্রক্রিয়ার তুলনামূলক আলোচনা কর।

৬. গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় জনকংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ কর।

৭.মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো।

৮.মার্কিন ক্যাবিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

৯.রাশিয়ার রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? রাশিয়ার রাষত্রপতির ক্ষমতা ও পদমর্যদা আলোচনা করো।

১০.গণপ্রজাতন্ত্রী চিনের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।   

6Marks

১.ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী  লেখো।

২. মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির ব্যাখ্যা কর।

৩.গণতান্ত্রিক কেন্দ্রিকতার উপর টীকা লেখ ।

৪. গ্রেট ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদার তুলনামূলক আলোচনা কর।

৫. আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর টীকা লেখ ।

৬. ফ্রান্সের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা কর।

৭.টীকা লেখোঃ কমন্স সভার স্পিকার।

৮.টীকা লেখোঃ মার্কিন সিনেটের গঠন।

৯.টীকা লেখোঃ এককেন্দ্রীক ও যুক্তরাষ্ট্রীয় সরকার।

১০. ১৯৮২ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি লেখো।

3Marks

১.টীকা লেখোঃ  ডাইসির আইনের অনুশাসন।

২.টীকা লেখোঃ আমেরিকার বিচারবিভাগীয় পর্যালোচনা।

৩.টীকা লেখোঃ  সাংবিধানিকতা।

৪. টীকা লেখোঃ  গণভোট।

৫. টীকা লেখোঃ  আমেরিকার কমিটি সিস্টেম।

৬. টীকা লেখোঃ  চীনের বিচার বিভাগ।

৭.টীকা লেখোঃ লর্ড সভার গঠন।

৮.টীকা লেখোঃ ফ্রান্সের দলীয় প্রথার বৈশিষ্ট্য।

৯.টীকা লেখোঃ রাশিয়ার সংবিধানের বৈশিষ্ট্য।

১০.টীকা লেখোঃ ইংল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য।

১১.ফ্রান্সের দল ব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লেখো।

১২.টীকা লেখোঃ চীনের নাগরিকদের মৌলিক অধিকার।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore