প্রশ্নঃ পুরান বলতে কী বোঝ? প্রশ্ন মানঃ২/৩
§ পুরাণঃ
খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দির পূর্বেকার ইতিহাস রচনার
প্রধান উপাদান হল পুরান।প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য পুরানগুলির গুরুত্ব অপরিসীম।পুরাণ
বলতে-“প্রাচীন কাহিনী এবং ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্তসার বোঝায়।পুরাণের সংখ্যা ১৮ টি।
অষ্টাদশ পুরাণের নামগুলি হল -১) ব্রহ্মা, ২)পদ্ম, ৩) বিষ্ণু, ৪) শিব, ৫) ভাগবত, ৬)
নারদীয়, ৭) মার্কন্ডেয়,৮) অগ্নি, ৯) ভবিষ্য, ১০) ব্রহ্মবৈবর্ত, ১১) লিঙ্গ, ১২) বরাহ,
১৩) স্কন্দ, ১৪) বামন,১৫) কূর্ম, ১৬) মৎস্য, ১৭)গরুড় এবং ১৮) ব্রহ্মান্ড। পুরাণগুলি
থেকে বিভিন্ন প্রাচীন রাজবংশগুলির উৎপত্তি, বংশতালিকা, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা
প্রভৃতি সম্পর্কে জানা যায়। হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য প্রভৃতি রাজবংশ সম্পর্কেও
পুরাণ থেকে জানা যায়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমার উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের
প্রতিশ্রুতি
6295916282; 7076398606
মাত্র ২০ টাকা মাসিক বেতনে পড়াশুনা করার সুযোগ অনলাইনে
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।