প্রশ্নঃ কারক কাকে বলে? কারক কয় প্রকার ও কী কী?
প্রশ্ন
মানঃ৩
§ কারকঃ
'কারক'
শব্দটির অর্থ, যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। এর সন্ধিবিচ্ছেদ হলো কৃ + ণক =
কারক। বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে।বাক্যের মধ্যে
ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় কারক।বাক্যের অন্তর্গত
ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক, তাকেই বলা হয় কারক।
§ উদাহরনঃ
জয়িতা বই পড়ে। এ বাক্যে ক্রিয়াপদ
হলো ‘পড়ে'।
§ কারকের প্রকারভেদ বা শ্রেনীবিভাগঃ
বাক্যস্থিত
ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের ছয় প্রকারের সম্পর্ক হয়ে থাকে ভিত্তিতে
কারক ছয় প্রকার। যেমন:
১. কর্তৃকারক, ২. কর্মকারক,
৩. করণ কারক, ৪. সম্প্রদান কারক, ৫. অপাদান কারক ও ৬. অধিকরণ কারক।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমার উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের
প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।