“বধূ কি আর বলিব আমি।জীবনে মরণে জনমে জনমে/প্রাণনাথ হৈও তুমি।।“- উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও।

Nil's Niva
0

 CBCS 3rd Semester DSC Bengali

প্রশ্নঃ                “বধূ কি আর বলিব আমি।

                         জীবনে মরণে জনমে জনমে

                         প্রাণনাথ হৈও তুমি।।“- উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও।

v উদ্ধৃতাংশটি নিবেদনপর্যায়ের পদ।পদটির রচয়িতা হলেন- কবি চণ্ডীদাস।

v আলোচ্য পদটির মূল ভাববস্তু এইরূপ-বন্ধু আমি আর কি বলবো-জীবনে মরনে জনমে জনমে তুমি আমার প্রাননাথ হয়ো। তোমার চরনের সঙ্গে আমার প্রানের ফাঁস বাঁধা হয়েছে, আমি সমস্ত সমর্পন করে একমন হয়ে নিশ্চিত হয়ে আজ তোমার দাসী হলাম। ভেবেছিলাম এই পৃথিবীতে আমার আর কেউ আপন জন আছে-কিন্তু রাধা বলে ডাকবার কেউ নেই, কার কাছে গিয়ে আমি দাঁড়াবো? পিতৃকূল, স্বামীকূল-এই দুই কূলে এবং গোকূলেও কাকে আমি আপন বলবো-অতএব শীতল বলে তোমার ও দুটো কমলপদেই আমি নিজেকে নিবেদন করলাম।ভেবে দেখলাম প্রাণনাথ বিনা আমার আর গতি নেই। প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি রাধার আত্মনিবেদনের কথাই এখানে স্পষ্ট হয়ে উঠেছে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore