লোকসাহিত্য কী? কে, কেন “লোকসাহিত্য” গ্রন্থটির সৃষ্টি করেন?

Nil's Niva
0

 CBCS 3rd Semester DSC Bengali//Pass Course//NBU

প্রশ্নঃ লোকসাহিত্য কী? কে, কেন “লোকসাহিত্য” গ্রন্থটির সৃষ্টি করেন?

উওরঃ

v লোকসাহিত্যঃ লোকসাহিত্য হল লোকজীবনের সাহিত্য।তাই এই সাহিত্য সাধারন মানুষের দৈনন্দিন সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, বিরহ-মিলন অর্থবহ হয়ে ওঠে।শুধু তাই নয় লোকসাহিত্যে থাকে প্রকৃতি ও মানবের  মেলবন্ধন।এখানে ছায়ানিবিড় প্রকৃতির টানে সাধারন মানুষ আবেগনির্ভর হয়ে ওঠে।

v বিশ্বের অন্যতম কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের বিশেষ দিকটি তুলে ধরার জন্যি “লোকসাহিত্য” গ্রথটির সৃষ্টি করেন।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore