দল কাকে বলে? দল কয় প্রকার ও কী কী?

Nil's Niva
0

 


প্রশ্নঃ কাকে বলে? দল কয় প্রকার ও কী কী?

দলঃ

বাগ্‌যন্ত্রের সবচেয়ে কম প্রচেষ্টায় বা এক ঝোঁকে শব্দের যে ক্ষুদ্রতম অংশকে উচ্চারন করা সম্ভব হয় তাকেই দল বলে।

দলের প্রকারভেদঃ

দল দুই প্রকার।যেমন-মুক্তদল ও রূদ্ধদল।মুক্তদল আবার দুই প্রকার।যেমন-মৌলিক মুক্তদল ও যৌগিক মুক্তদল।মৌলিক মুক্তদল আবার দুই প্রকার।যেমন- মৌলিক হ্রস্ব মুক্তদল ও মৌলিক দীর্ঘ মুক্তদল।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore