মথুরা শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। প্রশ্ন মানঃ৩
v মথুরা শিল্পঃ খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতকে মথুরায় একটি শিল্পরীতি গড়ে উঠেছিল যা মথুরা শিল্পরীতি
নামে পরিচিত। বুদ্ধমূর্তি নির্মানের ক্ষেত্রে মথুরা শিল্পরীতি এক গুরুত্বপূর্ণ স্থান
অধিকার করে আছে। পাথরের উপর খোদাই করে মূর্তি নির্মানের চাহিদা খুব সম্ভবত এই সময় থেকেই
চালু হয়। শুধু মূর্তি নির্মানই নয়, স্থাপত্য ও ভাষ্কর্য নির্মানের ক্ষেত্রেও মথুরা
শিল্পরীতি যথেষ্ট অবদান রেখেছিল। মথুরার সমস্ত ভাষ্কর্যগুলি নির্মিত হয়েছিল সিক্রি
থেকে আনা লাল বেলে পাথরের দ্বারা।
শুধুমাত্র বৌদ্ধে ধর্মই এই শিল্পের উপর প্রভাব ফেলেনি, জৈন
ধর্মেরও অন্তত কিছুটা প্রভাব পরেছিল এই শিল্পরীতির উপর। বেশ কিছু নগ্ন জৈন তীর্থঙ্করের
মূর্তি এর প্রমান।মথুরা শিল্পে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব বিশেষভাবে পড়েছিল,এতে কোনো
সন্দেহ নেই।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।