CBCS 1st SEMESTER DSC History//General Course//NBU

Nil's Niva
0

 

৩.প্রাচীন ভারতের প্রস্তর চিত্রের উপর সংক্ষিপ্ত টীকা লাখো।

                                                                                    প্রশ্ন মানঃ৩

v প্রাচীন ভারতের প্রস্তর চিত্রঃ প্রাচীন ভারতের প্রস্তর চিত্র ইতিহাসের উপাদান হিসাবে খুবই গুরুত্বপূর্ন ।মূলত প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানতে প্রস্তর চিত্রের ভূমিকা অনস্বীকার্য । প্রস্তর যুগে আদিম মানুষ পশুর হাড় ও শিং দিয়ে গুহার গায়ে ছবি আঁকতে শিখেছিল।আদিম মানুষের গুহাচিত্রের প্রধান বিষয় ছিল শিকার,এছাড়া বিভিন্ন জ্যামেতিক নকশা খোদাই করা বেশ কিছু প্রস্তর চিত্র পাওয়া গেছে।

v প্রাচীন ভারতের রাজস্থানের সিরোহি জেলার চন্দ্রবতী এবং মধ্যপ্রদেশের ভূপালের নিকট ভীমবেটকায় বেশ কিছু প্রস্তর চিত্র পাওয়া গেছে। এই সমস্ত চিত্রে দেখা যায় শিকারীরা তীর-ধনুক নিয়ে পশু শিকার করছে।যাই হোক পরিশেষে একটি কথা বলা যায়,প্রস্তর যুগের শিল্প কলার বিশ্লেষন এখোনও হয়নি।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore