H.S. PHILOSOPHY SUGGESTION 2021
উচ্চমাধ্যমিক
দর্শন
vবচনঃ
১.বচন বলতে কী বোঝ? উদাহরন
সহ বাক্য ও বচনের পার্থ্যক্য লেখো। নিরপেক্ষ বচনে পদের ব্যপতা বলতে কী বোঝ? ২+৪+২
২.নিরপেক্ষ বচন বলতে কী বোঝ?
গুন ও পরিমান অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেনীবিভাগ করো।একটি উদাহরন দিয়ে নিরপেক্ষ বচনের
অংশগুলি দেখাও। ২+৪+২
৩.নিরপেক্ষ বচন বলতে কী বোঝ?
উদাহরন সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থ্যক্য দেখাও।বচনে সংযোজকের কাজ
কী?
২+৪+২
৪.নিরপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ
বচনে সংযোজকের ভূমিকা আলোচনা করো।
২+৬
vঅমাধ্যম অনুমানঃ
১.অমাধ্যম অনুমান কাকে বলে?দৃষ্টান্ত
সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থ্যক্য লেখো। ২+৬
২.আবর্তন কী? সরল আবর্তন ও
সীমিত আবর্তনের মধ্যে পার্থ্যক্য আলোচনা করো। ‘০’ বচনের আবর্তন সম্ভব নয় কেন?
২+২+৪
৩.বিবর্তন কাকে বলে? বিবর্তনকে
অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাক্ষা করো। ২+২+৪
৪.নিষেধমূলক আবর্তন কাকে বলে?এই
প্রকার আবর্তন কী বৈধ? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়?বস্তুগত বিবর্তন কাকে বলে?
২+২+২+২
vনিরপেক্ষ ন্যায়ঃ
১.উদাহরন সহ ব্যাখ্যা করোঃ(ক)অব্যাপ্য
হেতু দোষ (খ)দুটি অশ্রয়বাক্য নঞর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। ৪+৪
২.প্রমান করোঃ প্রশ্ন মানঃ৪+৪
(ক)দুটি হেতুবাক্য বিশেষ হলে
কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।
(খ)একটি ‘A’ বচন কেবলমাত্র
প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে।
৩.নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে
উপযুক্ত উদাহরন সহকারে সংক্ষিপ্ত টীকা লেখোঃ (ক)নিরপেক্ষ ন্যায়। (খ)চতুষ্পদঘটিত দোষ। ৪+৪
৪.নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে
উপযুক্ত উদাহরন-সহকারে সংক্ষিপ্ত টীকা লেখোঃ (ক)নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। (খ)নিরপেক্ষ
ন্যায়ের সাধ্যপদ,পক্ষপদ এবং হেতুপদের কাজ। ৪+৪
৫.উদাহরন সহ ব্যাখ্যা করোঃ
(ক)অবৈধ সাধ্য দোষ। (খ)অবৈধ পক্ষ দোষ।
৪+৪
vমিলের পরিক্ষামূলক পদ্ধতিঃ
১.মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা
করো। সংজ্ঞা,আকার, দৃষ্টান্ত, সুবিধা(দুটি), অসুবিধা(দুটি)।[অম্বয়ী-ব্যাতির্যাকী] ১+২+১+২+২
২.মিলের সহপরিবর্তন পদ্ধতিটি
আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা(দুটি), অসুবিধা(দুটি)। ১+২+১+২+২
৩.মিলের ব্যাতির্যাকী পদ্ধতিটি
আলোচনা করোঃ সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা(দুটি), অসুবিধা(দুটি)। ১+২+১+২+২
Ø Note:
Ø প্রতিটি অধ্যায় থেকে Logic গুলি নিয়মিত অভ্যাস করতে
হবে।
Ø ২০২১ সালে Covid-19 এর কারনে আরোহমূলক দোষ অধ্যায়টি
বাদ দেওয়া হয়েছে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।