এলাহাবাদ প্রশস্তি//CBCS 1st Semester History Honours and Pass Course//North Bengal University

Nil's Niva
0

 এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো।        

                                                                                    প্রশ্ন মানঃ৩

v এলাহাবাদ প্রশস্তিঃ

গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন ‘এলাবাদ প্রশস্তি’ রচনা করেন।

v ঐতিহাসিক গুরুত্বঃ

এই প্রশস্তির ঐতিহাসিক গুরুত্বগুলি হল-

প্রথমতঃএই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কথা জানা যায়।উত্তর ও দক্ষিন ভারতের বেশ কিছু রাজাকে তিনি পরাজিত করেন।

দ্বিতীয়তঃএই প্রশস্তি থেকে গুপ্তযুগের তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়।

তৃতীয়তঃএই প্রশস্তি থেকে জানা যায় ভারতের বাইরেও সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। সিংহল, মালয়, কম্বোডিয়া, লাওস প্রভৃতি দেশের রাজারা তার বশ্যতা স্বীকার করেছেন।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore